January 11, 2025

কালিয়াগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে মরন ফাঁদ, পৌর সভার নেই হেল দোল

1 min read

কালিয়াগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে মরন ফাঁদ, পৌর সভার নেই হেল দোল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র হাসপাতাল মোড়ে দীর্ঘ দিন ধরে একটি মরন ফাঁদ হয়ে থাকলেও কালিয়াগঞ্জ পৌর সভার এই মরন ফাঁদ ঠিক করবার কোন রকম উদ্যোগ দেখা যায়না।ফলে যে কোন মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে বলে এলাকার মানুষের অভিযোগ। বিশ্বস্ত সূত্রে জানা যায় এই।রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গেলেও কোন এক অজ্ঞাত কারণে কয়েকমাস হয়ে গেলেও কোন কাজ হচ্ছেনা।কালিয়াগঞ্জ পৌর সভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাসকে এ ব্যাপারে প্রশ্ন করলে

তিনি বলেন মেইন রোডের উপর এই ধরনের একটি মরন ফাঁদ হয়ে থাকলেও এখনো কাজ হয়নি ঠিকই।তবে অত্যন্ত দ্রুততার সাথে এই কাজকরা হবে বলে আশুতোষ বিশ্বাস আশ্বস্ত করেন।এদিকে কালিয়াগঞ্জ হাসপাতাল রোডের বেশ কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে বলেন কালিয়াগঞ্জ পৌর সভায় প্রসাশক মন্ডলীর একজন সদস্য ১৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার ঈশ্বর রজক।

তিনি প্রসাশক মন্ডলীর একজন সদস্য হয়ে নামকেওয়াস্তে আছেন।শহরের ১৩নম্বর ওয়ার্ডে নানান ধরনের সমস্যা থাকলেও কোন সমস্যার সমাধানে তিনি এগিয়ে আসেন না বলে তার বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ।তাছাড়া অত্যন্ত আত্মঅহংকারী বলেও তাদের অভিযোগ।কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায় এক প্রশ্নের উত্তরে বলেন অবশ্যই এই গর্তটা অত্যন্ত বিপজ্জনক।আমি শুনলাম।যত দ্রুত সম্ভব এই কাজটি করা হবে বলে শচিন সিংহ রায় জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *