January 11, 2025

স্বপ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর হলেও শতছিন্ন ঘরে আস্তানা বৃদ্ধ দম্পতির

1 min read

স্বপ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর হলেও শতছিন্ন ঘরে আস্তানা বৃদ্ধ দম্পতির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ, ২জুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক অভিযোগ উঠলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।কালিয়াগঞ্জ ব্লকের উত্তর ফতেপুর গ্রামের বর্মন দম্পতি একটি সরকারি ঘরের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান,পঞ্চায়েত মেম্বার সবার কাছে একটা ঘরের জন্য দরবার করেও জোগাড় করতে পারেনি ।মাথার উপরে একটা ত্রিপাল দেওয়া,ঘরের কোন দেওয়াল নেই।এটাকেই আস্তানা করে দীর্ঘদিন।কাটিয়ে আসছে বর্মন দম্পতি।তাদের অভিযোগ।

গ্রাম পঞ্চায়েত বেছে বেছে শুধু নিজেদের তৃণমূল দলের লোক জনকেই প্রধানমন্ত্রী।আবাসন যোজনার ঘর পাইয়ে দেবার ব্যবস্থা হচ্ছে।তাদের আরো অভিযোগ যারা ঘর নিচ্ছে তাদেরকে সেলামি।ছাড়া ঘর দেওয়া হচ্ছেনা।ফলে যাদের পয়সা আছে তারা তাড়াতাড়ি ঘর পাচ্ছে বলে অভিযোগ।কালিয়াগঞ্জের বিধায়ক ফতেপুরের এই ঘটনা জানতে পারার সাথে সাথে বুধবার বর্মন দম্পতির বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন।কেন তাদের ঘর দেওয়া হচ্ছেনা জানতে পেরে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন যাদের জন্য

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তারাই যদি এর পরিষেবা না পায় তাহলে কাদের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা টাকা খরচ করছে।কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান এদের কোন খোঁজ খবর রাখেন না কেন?গ্রামের এই সমস্ত মানুষদের বাসস্থান।অত্যন্ত জরুরি ভিত্তিতে হওয়া উচিৎ।তিনি বাড়ীর দাওয়াতে দাঁড়িয়ে জোস্না বর্মন ও দেবেন বর্মনকে বলেন

খুব শীঘ্রই তোমার ঘর আমি ।বানিয়ে দেব।বিজর্পি বিধায়কসৌমেন রায় বলেন খুব শীঘ্রই বিজেপি দলের পক্ষ থেকে বোচাডাঙ্গা পঞ্চায়েতে প্রধান।মন্ত্রী আবাস যোজন নিয়ে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করবার কর্মসূচি নেওয়া হবে বলে তিনি জানান।বিধায়ক সৌমেন রায় বলেন গরিব মানুষদের জন্য যে ঘর দেওয়া হবে সরকার থেকে।তা।গরীব মানুষকেই পেতে হবে।তাদের বাদ দিয়ে যদি সেখানে অর্থবান লোক পায় তাহলে দেখতে হবে কোন আইনে তারা গরিবদের ঘরগুলি দখল করে নিয়েছে।বুধবার বিধায়ক সৌমেন।রায়ের সাথে ফতেপুরের বেশকিছু বিজর্পি সমর্থকরা।উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *