কালিয়াগঞ্জ শহরে রেড ভলান্টিয়ার কোভিড আক্রান্ত সহ বিভিন্ন ব্যাঙ্ক ও এ টিএম স্যানেটাইজে ব্যাস্ত-
1 min readকালিয়াগঞ্জ শহরে রেড ভলান্টিয়ার কোভিড আক্রান্ত সহ বিভিন্ন ব্যাঙ্ক ও এ টিএম স্যানেটাইজে ব্যাস্ত–
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কোভিড সংক্রামিতদের বন্ধু হয়ে জীবনের ঝুঁকি।নিয়ে দিন রাত কাজ করে চলেছে রেড ভলান্টিয়ারস গ্রুপ।।কালিয়াগঞ্জ শহরে কোভিড পসেটিভের সংখ্যা কোন সময় কমছে কোন সময়।বাড়ছে।শহরের মানুশ এখন কোভিড ভয়ে বাড়ি থেকে খুবপ্রয়োজন না থাকলে বের হচ্ছেনা।উত্তর দিনাজপুর
জেলার কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভাপতি সুজয় সাহা বলেন আমরা বামেরা সারা পশ্চিমবঙ্গে নির্বাচনে কোন আসন না পেলেও নির্বাচন পরবর্তীতে কোভিড আক্রান্তদের পাশে সবার ।আগে পরিষেবা দিতে পৌঁছে যাচ্ছে বাম সংগঠনের রেড ভলান্টিয়ারস। এখানেইতো বামেদের স্বার্থকতা।ভোটে জয়ী হলে কাজ জয়ী না হলেও বামেরা কাজ।করে মানুষের পরিষেবা দিতে ভোলেন।নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজ সেবা মূলক কাজ করে চলেছে রেড লেন্টিয়ার্স রাজ্য জুড়ে। সেই মতাবেক বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেড ভলেন্টিয়ার্স শহরের বিভিন্ন এটিএম ও ব্যাঙ্ক গুলি স্যানেটাইজ করে দেয়।ব্যাঙ্ক ও এটিএম গুলিতে প্রতিদিন প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয়।যাতে কোন ভাবেই সংক্রামণ না ছড়ায় সেই কারনে রেড ভলেন্টিয়ার্স স্যানেটাইজ করে দেয় ব্যাঙ্ক ও এটিএম গুলি।