চন্দ্রকোনারোডের রাঙ্গামাটিতে কন্যাদায় গ্রস্ত পিতার পাশে দাঁড়ালো টিম অভিষেক
1 min readচন্দ্রকোনারোডের রাঙ্গামাটিতে কন্যাদায় গ্রস্ত পিতার পাশে দাঁড়ালো টিম অভিষেক
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড লাগুয়া রাঙ্গামাটি এলাকার বাসিন্দা হযরত খান, আর্থিক কারণে মেয়ের বিয়ে দিতে পারছিল না বলে ্খবর পেয়ে তার পাশে দাঁড়ালো গড়বেতা তিন নম্বর ব্লকের টিম অভিষেকের সদস্যরা।এইদিন ওই কন্যাদায় গ্রস্ত পিতার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার
পাশাপাশি আশ্বাস দেওয়া হয় তার পাশে থাকার। টিম অভিষেকের এই সহানুভূতি দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে ওই পরিবার সহ ওই এলাকার বাসিন্দারা।টিম অভিষেকের একজন সদস্য জানান যে আমরা এ কোন কালেও মানুষকে বিভিন্ন দিক থেকে সাহায্য করে এসেছি। টিম অভিষেকের রাজ্যের জিনি হেড রয়েছেন অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী হিসেবেই পরিচিত অভিষেক। টিমে অভিষেকের সদস্য আরও জানান তারা সারা বছর এই ভাবে মানুষের পাশে থাকতে চান।