ঘাটাল অজবনগর ১নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির
1 min readঘাটাল অজবনগর ১নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। সারা বিশ্বব্যাপী করোনার ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্কের ব্যবস্থাপনায় ও অজবনগর-১নং গ্ৰাম পঞ্চায়েত উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়।জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মোট ৪১ জন রক্তদাতা রক্তদান করেন।
আজকের এই রক্তদান শিবিরটির উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবক তথা ঘাটাল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বীতাকারী সম্মানীয় শঙ্কর দোলই, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলিপ মাজী মহশয়,
ঘাটাল পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মধ্যক্ষ পঞ্চানন মন্ডল, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মধ্যক্ষ হাবিবুর রহমান এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ কর্মধ্যক্ষ সুশান্ত মণ্ডল সহ একাধিক ব্যক্তি বর্গ।