ভয়াবহ ইয়াসের তাণ্ডবে চিংড়ি চাষে ব্যাপক ক্ষতি পূর্ব মেদিনীপুর জেলায়
1 min readভয়াবহ ইয়াসের তাণ্ডবে চিংড়ি চাষে ব্যাপক ক্ষতি পূর্ব মেদিনীপুর জেলায়
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট ভয়াবহ ইয়াসের তান্ডব পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলাতে প্রভাব পড়েছিলো। আর তারই প্রভাবে সাধারণ মানুষের যেমন সম্পত্তি নষ্ট হয়েছে, তেমনই চিংড়ি চাষে প্রভুত ক্ষতির শিকার চাষিরা!একদিকে যেমন সর্বাধিক ক্ষতি হয়েছে এই পূর্ব মেদিনীপুর জেলা পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলাতেও।এই চিংড়িসহ অন্যান্য
মাছ চাষের প্রবল ক্ষতির শিকার মৎস্য চাষীরা। একদিকে যেমন মৎস্য চাষি থেকে সাধারন মানুষ যেমন চিন্তায় রয়েছে পাশাপাশি রাজ্য প্রশাসনও রীতিমতো চিন্তায় রয়েছে কৃষকদের বিষয়ে।যদিও রাজ্য সরকার ঘোষণা করেছে
আগামীকাল অর্থাৎ ৩ তারিখ থেকে সরাসরি” দুয়ারে ত্রান “কর্মসূচি গ্রহণ করা হবে।এতেকরে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ যেমন আবেদন করতে পারবেন পাশাপাশি বিভিন্ন ক্ষতিগ্রস্ত কৃষক থেকে মৎস্য চাষিরাও আবেদন করতে পারবেন।তবে এই বিষয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি তিনিও পূর্ব মেদিনীপুর জেলার চিংড়ি চাষে ক্ষতির বিষয়ে স্বীকার করে নেন এবং এ বিষয়ে যে রাজ্য সরকার রীতিমতো
কৃষকদের জন্য ভাবছেন তাও এক প্রকার স্বীকার করে নেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি।তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই আমরা এগোবো। তিনি চিংড়ি চাষের যে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে তার প্রাথমিক হিসেবে তুলে দেন আজ।তিনি জানান পুর্ব মেদিনীপুর জেলায় ভেনামি চিংড়ি চাষে সর্বাধিক ক্ষতি হয়েছে। সরকারি ও বেসরকারি ভাবে যে চাষ হয়েছিলো তাতে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানান।পাশাপাশি সারারাজ্যে মাছ চাষের ক্ষেত্রে ১৩৬১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মৎস্যমন্ত্রী।