স্টেট ব্যাঙ্কের আধিকারিক অপূর্ব কুমার মন্ডলরের বিদায় সম্বর্ধনা
1 min readস্টেট ব্যাঙ্কের আধিকারিক অপূর্ব কুমার মন্ডলরের বিদায় সম্বর্ধনা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২জুন:দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন থেকে এস বি আই এর দক্ষ আধিকারিক তথা এস বি আই অফিসারস সংগঠনের বেঙ্গল সার্কেলের সহকারী সাধারণ সম্পাদক অপূর্ব মন্ডল গত ২৯শে এপ্রিল শিলিগুড়িতে অবসর গ্রহন করেন।দীর্ঘদিনের কমরেড অপূর্ব কুমার মণ্ডলের অবসরকালীন সভা অত্যন্ত্য ঘরোয়া পরিবেশে আন্তরিকভাবে বেঙ্গল সার্কেলের সর্বোচ্চ নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এই সভা সার্কেলে অনুষ্ঠিত হয় এপ্রিল মাসের শেষ দিনে lঅপূর্ব কুমার মন্ডল, রায়গঞ্জের ভূমিপুত্র হলেও, কর্মজীবনের দীর্ঘ সময়, কলকাতায় আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন l.চাকুরী জীবন শুরু হয় করণিক হিসাবে l করণিক থাকাকালীন, পরিষেবা দিতে গিয়ে,বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়েছিল
l পরে পদোন্নতি হয় ও আধিকারিক হিসাবে তার পথচলা শুরু হয় সাংগঠনিক পীঠস্থান কমার্শিয়াল শাখাতে lসেখানে তিনি বিভিন্ন নেতৃত্বদের সান্নিধ্যে আসেন ও বর্তমান সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সৌম্য দত্তের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত হন lতিনি সাংগঠনিক যে কোন কাজের তুল্য মূল্য বিচার না করেই, নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়তেন l হাসপাতালে মুমুর্ষ রোগী বা তার পরিবারের পাশে দাঁড়াতেন(যা আজও তিনি করে যাচ্ছেন ),এয়ারপোর্ট থেকে বিশিষ্ট অতিথি ও অভ্যাগতদের অভ্যর্থনা জানান, আরও বিবিধ কাজে তার অসাধারণ ভূমিকা, অভাবনীয় lবর্তমানে সার্কেল নেতৃত্ব তাকে শিলিগুড়ি মড্যুলের AGS in charge করে, সাংগঠনিক কাজের স্বীকৃতি দেন l
প্রসঙ্গত, সৌম্য দত্তের নেতৃত্বে সংগঠন আগেই তাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করেছিলেন lআজ তার বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে আজ উপস্থিত ছিলেন AIBOC ও AISBOF এর সর্ব ভারতীয় সম্পাদক সৌম্য দত্ত, এছাড়া সার্কেল প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, দুই DGS, AGS ফিনান্স, AGS FIMM, CRS হাওড়া, কলকাতা মড্যুল প্রেসিডেন্ট সোমনাথ মুখার্জী, ও Asst সেক্রেটারি মিঠুন দত্ত, আর যাকে ঘিরে এই অনুষ্ঠান, সেই অপূর্ব মণ্ডল ছিলেন l এছাড়াও, ভার্চুয়াল মিটে ছিলেন শিলিগুড়ির CRS lসভার সঞ্চালনা করেন সার্কেল প্রেসিডেন্ট অসিতাভ কুন্ডু,সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়, দুই DGS ও সবশেষে সৌম্য দত্ত বক্তব্য রাখেন l. সৌম্য দত্তের বক্তব্যে অপূর্ব মণ্ডল সম্বন্ধে অনেক অজানা তথ্য সবার সামনে উঠে আসে l ব্যাঙ্কের দায়িত্বশীল পদ ও একই সঙ্গে সংগঠনের যে কোন ডাকে অপূর্ব মন্ডল সব সময় উপস্থিত থাকতেন l অপূর্ব মণ্ডলের আধিকারিক জীবনের প্রারম্ভিক দিনের ঘটনা উল্লেখ করেন lসবশেষে অপূর্ব মন্ডল খুবই সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা ব্যাখ্যা করেন l তিনি করণিক জীবন ও আধিকারিক জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন lসবশেষে অপূর্ব মণ্ডলের হাতে কিছু স্মারক তুলে দেন পর্যায়ক্রমে সৌম্য দত্ত, সার্কেল প্রেসিডেন্ট ও GS, দুই DGS lএইভাবেই তার 38 বছরের কর্ম জীবনের সমাপ্তি হয় শান্তিপূর্ণ ভাবে l তার অবসরকালীন জীবন সুস্থতার সঙ্গে অতিবাহিত হোক l