মৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে ধুন্ধুমার চন্দ্রকোনায়!
1 min readমৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে ধুন্ধুমার চন্দ্রকোনায়!
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। মৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে ধুন্ধুমার চন্দ্রকোনায পৌরসভার ৭ নং ওয়ার্ড গোপালপুর কাঁটাবন এলাকায়।সোমবার চন্দ্রকোনা থানার পুলিশ একটি মৃতদেহ দাহ করার জন্য ৭ নং ওয়ার্ড গোপালপুর কাঁটাবন এলাকায় একটি নির্জন জায়গায় শ্মশানে নিয়ে যায়।গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দাহ করায় আপত্তি দিয়ে প্রতিবাদ শুরু করে।
চন্দ্রকোনা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে এলাকার মহিলা পুরুষেরা।গ্রামবাসীর অভিযোগ, এলাকার ওই জায়গায় সকলে যাতায়াত করে কিন্তু কাউকে কিছু না জানিয়ে পুলিশ অন্য এলাকার একটি মৃতদেহ সেখানে দাহ না করে তাদের এলাকায় দাহ করার জন্য নিয়ে আসে।গ্রামবাসীদের দাবি, মৃতদেহটি করোনা সংক্রমিত তাকে এখানে দাহ করা হলে সংক্রমণের আশঙ্কা রয়েছে স্থানীয়দের। এই অভিযোগ তুলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ এলাকাবাসীর।বিক্ষোভকারীদের দাবি, পুলিশকে আপত্তি দেওয়া সত্বেও মৃতদেহ দাহ করার কাজ শুরু করে দিয়েছে তারা।ভবিষ্যতে যাতে এভাবে এই এলাকায় মৃতদেহ দাহ না করা হয় এবং ওই শ্মশানে স্থানীয়রা মৃতদেহ দাহ করে এবং এলাকার মানুষের যাতায়াত রয়েছে তাই দাহ করার পর শ্মশান চত্বর স্যানিটাইজ করে এলাকার মানুষের সুরক্ষার জন্য।