January 11, 2025

ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইয়াস ঝড় আছড়ে পড়ার আগেই ঘাটাল বাসীকে সতর্কবার্তা।

1 min read

ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইয়াস ঝড় আছড়ে পড়ার আগেই ঘাটাল বাসীকে সতর্কবার্তা।

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। ইয়াস ঝড় আছড়ে পড়ার আগেই ঘাটালের নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা দেন ঘাটালের বিডিও সঞ্জীব কুমার দাস, এছাড়া উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজী, ঘাটাল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান, ঘাটাল শিলাবতি নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হয়।

ঘাটালের ভিডিও সঞ্জীব কুমার দাস বলেন আমরা নদীর তীরবর্তী এলাকায় সতর্কবার্তা প্রচার করছি ঝড়ের সময় কি কি করবেন, ঝড় আছড়ে পড়ার আগেই পাকার বাড়িতে আশ্রয় নিন এবং বাড়ির বাইরে থাকলে ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিবেন না।এছাড়াও তিনি জানান প্রয়োজনীয় ওষুধপত্র এমার্জেন্সি সার্ভিস প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা রকার রয়েছে, এছাড়াও ঝড়ের বিভিন্ন সতর্কতা মূলক বার্তা দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *