January 11, 2025

করোনা কালে স্যানিটাইজেসেনের কাজে এগিয়ে এলো দাঁতন রেড ভলেন্টিয়ার্স

1 min read

করোনা কালে স্যানিটাইজেসেনের কাজে এগিয়ে এলো দাঁতন রেড ভলেন্টিয়ার্স

বর্তমানে রাজ্য জুড়ে করণা মহামারীর প্রত্যেকটি এলাকায় চলছে প্রশাসনের পক্ষ থেকে স্যানিটেশনের কাজ। এদিন দাঁতন ব্লকে স্যানিটাইজেসানের এগিয়ে এলো দাঁতন রেড ভলেন্টিয়ার্সরা।পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন রেড ভলেন্টিয়ার্সদের উদ্যোগে এদিন দাঁতন-১ নং ব্লকের অধীন চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বীরভদ্রপুর, সারতা ও সিজুয়া গ্রামে করো-না আক্রান্তদের বাড়ি এবং

পাশাপাশি আরও বেশ কয়েকটি বাড়ি স্যানিটাইজ করা হল।সাথে সাথে বাংলা ওড়িশা সীমান্ত বর্ডার এলাকা থেকে বাইপাটনা, সোনাকানিয়া ও মির্জাপুর গ্রামের মূল রাস্তার দুপাশের দোকানপাট, মন্দির, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক স্যানিটাইজ করা হয়।কর্মসূচি চলাকালীন অরিত্র সাহা জনগণের উদ্দেশ্যে আসন্ন “যশ” সাইক্লোন নিয়ে সতর্কতা বার্তা প্রদান করেছেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতন রেড ভলেন্টিয়ার্স এর সদস্য শরৎ দাস, সোহম দাশ, সন্দীপ মাঝি, সঞ্জয় শী, চন্দন ভূঞ্যা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *