“যশ” ঘূর্ণিঝড় আসার আগেই উত্তাল দীঘা সমুদ্র সৈকত
1 min read“যশ” ঘূর্ণিঝড় আসার আগেই উত্তাল দীঘা সমুদ্র সৈকত
বর্তমানের কথা দীঘা। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আজ বিকেল থেকেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস! যথাসময়ে জ্বর আসার আগেই সকাল থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকা হিসেবে দিঘাতে লক্ষ্য করা গেল প্রবল জলোচ্ছ্বাস।”যশ” আসার আগেই উত্তাল দিঘার সমুদ্র।
জলোচ্ছাস ক্রমশ বাড়ার পাশাপাশি আকাশের মুখ ভার। যারা প্রত্যেক দিন সমুদ্রে যায় মৎস্য শিকার করতে আজকেও তাদেরকে দেখা গেল। কিন্তু হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠায় তড়িঘড়ি করে নৌকা নিয়ে ছুটে চলেছে মৎস্যজীবীরা নিরাপদ স্থানে।হয়তো কিছুক্ষণের মধ্যেই এই জলোচ্ছ্বাস আরও প্রবল হতে পারে তাই, মৎসজীবীরা দ্রুত ছুটে এসে তাদের নৌকো তুলতে ব্যস্ত।