কোভিডের প্রকোপ রোধে সৌমেন রায় বাজার স্যানেটাইজে নামলেন
1 min readকোভিডের প্রকোপ রোধে সৌমেন রায় বাজার স্যানেটাইজে নামলেন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩শে মে:করোনা প্রতিরোধে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিজেপির বিধায়ক সৌমেন রায় রবিবার দুপুরে শহরের তারাবাজার এলাকায় স্যানেটাইজ করবার কাজে নেমে পড়লেন।বিজেপি বিধায়ক সৌমেন রায় বলেন আমাদের সবার এখন একটাই মূলমন্ত্র হওয়া উচিৎ তা হল কোভিড প্রতিরোধ কর্মসূচিতে ঝাঁপিয়ে পরা।সৌমেন বলেন নিজের নিজের
এলাকায় যদি আমরা কোভিদের বিধিনিষেধ গুলি মেনে চলি তা থেকে আমরা অবশ্যই উপকৃত হব।বিধায়ক সৌমেন রায়ের সাথে উপস্থিত ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ শহর কমিটির।মহা সচিব অমিত সাহা সহ বিজেপির বেশ কিছু সমর্থকগন। বিধায়ক সৌমেন রায় বলেন আজ কালিয়াগঞ্জ শহরের তাঁরাবাজার দিয়ে স্যানে টাইজের কাজ শুরু হল।আগামী দিনে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন বাজারগুলিতে ও স্যানেটাইজের কাজ দ্রুত গতিতে চলবে বলে জানা যায়।