করোনা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হল করণদিঘীতে
1 min readকরোনা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হল করণদিঘীতে
প্রদীপ সিনহা করণদিঘি ধাপে ধাপে করোনা অতিমারীর প্রকোপ বাড়ছে সমগ্র উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি করণদিঘী ব্লক জুরে। ফলে সাধারণ মানুষকে সচেতন করতে ও করোনা সংক্রান্ত নানান তথ্য সাধারণ মানুষকে জানাতে করোনা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হল করণদিঘীতে। বৃহস্পতিবার করণদিঘী বিডিও অফিস প্রাঙ্গণে ব্লক প্রশাসনের সহযোগিতায় এই করোনা সহায়তা কেন্দ্র খোলা হল।
এদিন ফিতা কেটে করোনা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল,এছড়াও উপস্থিত ছিলেন করণদিঘী ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতীশ তামাং, করণদিঘী থানার আই সি সঞ্জীব সেনাপতি সহ অন্যান্যরা।
মূলত, এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিডিও অফিসে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষকে করোনা সংক্রান্ত নানান তথ্য প্রদান সহ সচেতন করা হবে। পাশাপাশি বিডিও অফিসে কাজে আসা মাস্ক বিহীন সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে।
এছাড়া প্রশাসনের তরফে প্রচারের গাড়ি করণদিঘী ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকিং করে করোনার সচেতনতা মূলক প্রাচার চালাবে এবং ব্লকের কোথাই কোন দিন করোনা টেস্ট হবে তাও জানাবে সাধারণ মানুষকে।
করোনা পরস্থিতিতে ব্লক প্রশাসনের সহযোগিতায় এই সহায়তা কেন্দ্র থেকে অনেক মানুষ করোনা সংক্রান্ত নানান তথ্য পেয়ে উপকৃত হবে বলে জানান বিধায়ক গৌতম পাল।এই সহায়তা কেন্দ্র চালু হওয়ায় খুশি সাধারণ মানুষেরা।