কালিয়াগঞ্জ ব্লকের বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তরঙ্গপুর বড়তলা মোড়ে অভিনব উদ্যোগ এলাকার কিছু যুবকদের
1 min readকালিয়াগঞ্জ ব্লকের বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তরঙ্গপুর বড়তলা মোড়ে অভিনব উদ্যোগ এলাকার কিছু যুবকদের
মুজাহার আলমের রিপোর্ট শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও দেখা গেল লকডাউন এই অভিনব উদ্যোগ নিয়েছে এলাকার কিছু যুবক। উত্তর দিনাজ কালিয়াগঞ্জ ব্লকের 4 নং বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তরঙ্গপুর বড়তলা মোড়ে ।
এদিন দেখা যায় সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত দোকান খোলা থাকলেও দশটা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত কোন দোকান যেন না বসে তার সিদ্ধান্ত নেয়। এলাকার যুবক এই উদ্যোগের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন, আইয়ুব আলী, বাবলু হক মোঃ রাসেল মোজাহার আলম । গ্রামের মানুসের কাছে বার্তা ঘরে থাকুন সুস্থ থাকুন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবে না এই মহামারিতে যে হারে গোটা পশ্চিম বাংলার পাশাপাশি আমাদের কালিয়াগঞ্জ অতি মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস।