উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বন্দিরামগছ এলাকায় পারিবারিক জমি বিবাদে দুপক্ষের সংঘর্ষ
1 min readউত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বন্দিরামগছ এলাকায় পারিবারিক জমি বিবাদে দুপক্ষের সংঘর্ষ
পারিবারিক জমি বিবাদে দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বন্দিরাম গছ এলাকায়। খুরসেদ আলি ও আহমেদ রেজার মধ্যে ৪ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। আজ আবার সেই জমি নিয়ে দুপক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। বচসা চলা কালীন আচমকা সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে হাসপাতালের মধ্যেই আবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছোরায়। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ হাসপাতালে এসে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।