January 11, 2025

কোভিড পরিস্থিতি নিয়ে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের সাথে বৈঠক করলেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক সৌমেন রায়

1 min read

কোভিড পরিস্থিতি নিয়ে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের সাথে বৈঠক করলেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক সৌমেন রায়

কালিয়াগঞ্জ,১৮মে:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে কোভিড পরিস্থিতি নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন নব নির্বাচিত বিধায়ক সৌমেন রায়। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ বিডিও অফিসে এই বৈঠক হয়। ব্লকের যুগ্ম বিডিও ডোমিত লেপচার সঙ্গে বিধায়ক সৌমেন রায়ের এই বৈঠকে কালিয়াগঞ্জের বর্তমান কোভিড পরিস্থিতি এবং ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্হানের মতো ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় জানান কালিয়াগঞ্জের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে

বিস্তারিত আলোচনা হয়।বিধায়ক সৌমেন রায় বলেন প্রতিদিন কতজনের লালারস পরীক্ষা হচ্ছে তা নিয়ে যেমন আলোচনা হয় তেমনি কোভিড পরীক্ষার জন্য যে সকল ভ্রাম্যমাণ গাড়ি রয়েছে, সেগুলো কোথায় যাচ্ছে , যাদের পরীক্ষা হচ্ছে, তাদের মধ্যে গড় কতজনের পজিটিভ রিপোর্ট আসছে সে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ডোমিত লেপচা বলেন কালিয়াগঞ্জের নুতন বিধায়ক সৌমেন রায়ের সাথে আজকের করোনা নিয়ে বৈঠকটি অত্যন্ত গঠনমূলক হয়েছে।তিনি করোনা নিয়ে যে সমস্ত তথ্য জানতে চেয়েছিলেন ব্লক প্রসাশন সমস্ত তথ্য তিনাকে জানানো হয়েছে বলে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ডোমিত লেপচা জানান।কালিয়াগঞ্জের বিধায়ক বলেন কালিয়াগঞ্জ ব্লক কোভিড রুখতে সরকারের সবরকম বিধিনিষেধ মেনে আমরা কাজ করবো বলে জানান।বিধায়ক সৌমেন রায় বলেন আজকের কোভিড নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *