গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের চন্দ্রিমার সিবিআই-এর বিরুদ্ধে
1 min readগড়িয়াহাট থানায় এফআইআর দায়ের চন্দ্রিমার সিবিআই-এর বিরুদ্ধে
রাজ্যে লকডাউন পরিস্থিতি তাঁর মাঝেই আচমকা আগাম নোটিশ ছাড়া রাজ্যের চার নেতাকে বাড়ি থেকে বিশাল বাহিনী নিয়ে গিয়ে তুলে নিয়ে যায় সিবিআই। সোমবার সাত সকালে নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চ্যাটার্জী ও মদন মিত্রকে নিজাম প্যালেসে তুলে নিয়ে এসে গ্রেফতার করে সিবিআই।
সেদিনই সিবিআই-এর এই কাজের জন্য কলকাতার সিপিকে একটি চিঠি দেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কলকাতার পুলিশ কমিশনারকে জানান এই চিঠি যেন এফআইএর হিসেবে ট্রিট করা হয়।আজ আরও একধাপ এগিয়ে এবার সরাসরি সিবিআই-এর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৬৬, ১৬৬এ, ১৮৮ ও ৩৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, বিপর্যয় মোকাবিলা আইনেও এফআইআর দায়ের করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।