January 11, 2025

নারোদা কাণ্ডে গ্রেপ্তারের প্রতিবাদে কালিয়াগঞ্জে তৃণমূলের পথ অবরোধ

1 min read

নারোদা কাণ্ডে গ্রেপ্তারের প্রতিবাদে কালিয়াগঞ্জে তৃণমূলের পথ অবরোধ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৬মে:সোমবার বিকালে নারোদা কাণ্ডে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়।কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ তার বক্তব্যে বলেন বিজেপির বিধান সভা নির্বাচনে ভরাডুবি কোন ভাবেই মেনে নিতে পারছেনা।

তাই যেনতেন প্রকারে বিজেপি পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি করবার জন্য রাজ্যের রাজ্যপালকে কাজে লাগিয়ে রাজ্য সরকারকরে বিপদে ফেলবার চেষ্টা করছে।কমল ঘোষ বলেন রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী অথবা বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে বিধান সভার অধ্ক্ষের অনুমতি প্রয়োজন হয়।অথচ রাজ্যপালের অনুমতি নিয়ে কিভাবে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়,ফিরহাদ হাকিম,মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করতে পারলো?তিনি বলেন কেনইবা মুকুল রায়,শুভেন্দু অধিকারীর মত নেতাদের গ্রেপ্তার করা হয়নি একই অপরাধে অপরাধী হয়েও?তৃণমূলের এই পথ অবরোধে বক্তব্য রাখেন তৃণমূলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্য।উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,তৃণমূল নেতা বসন্ত রায়, হিরন্ময় সরকার(বাপ্পা) সহ বেশ কিছু তৃণমূলের সমর্থকগন।পরে পুলিশ এসে পথ অবরোধ তুলে নেবার অনুরোধ করলে পথ অবরোধ তুলে নেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *