January 11, 2025

নারদ মামলায় সিবিআই এর রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার এর প্রতিবাদে ইটাহারে  তৃণমূল কর্মী সমর্থক দের বিক্ষোভ 

1 min read

নারদ মামলায় সিবিআই এর রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার এর প্রতিবাদে ইটাহারে  তৃণমূল কর্মী সমর্থক দের বিক্ষোভ 

১৭ই মে শশাঙ্ক সরকার ইটাহারঃ নারদ মামলায় সোমবার দুপুরে সিবিআই গ্রেফতার করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এদিন সকালে কোলকাতায় সিজিও কমপ্লেক্সে চূড়ান্ত জিজ্ঞাসা বাদের পর তাদের গ্রেফতার করা হয়। এরপরি তোলপার হয়ে উঠে রাজ্য রাজনীতি। ক্ষুদ্ধ হয়ে উঠে তৃণমূল কর্মী সমর্থকরা। অনৈতিক ভাবে বিধানসভার স্পিকারের অনুমতি না নিয়ে রাজ্যের মন্ত্রী ও বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে সমগ্র রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহারেও ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করল ইটাহার ব্লকের বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা।

বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলার পর ইটাহারের নব নির্বাচিত বিধায়ক মোশারফ হুসেনের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়। মূলত, বিজেপির অঙ্গুলি হিলনে ও বিজেপি আশ্রিত রাজ্যপালের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই এই কাজ করছে। যতক্ষন না তাদের নেতাকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ এই ভাবে আন্দোলন চালাবে তৃণমূল বলে জানা যায়। পাশাপাশি বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থক সহ ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন আরো অভিযোগ করে বলেন, বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য দখল করতে না পেরে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সিবিআই কে লেলিয়ে দিয়ে এই ভাবে বদলা নিচ্ছে, আর রাজ্য পাল সংবিধানে থেকে বিজেপির হয়ে কাজ, করছে আর সিবিআই কে বিজেপির হাতিয়ার করে মাঠে নামায়ে অগনতাত্রিক ভাবে আমাদের মন্ত্রী ও বিধায়ক দের গ্রেপ্তার করল, আমরা ধিক্কার জানাই বিজেপির এই রাজনিতী কে।এমন অবস্থায় আমরা কোন রকম আন্দোলন মধ্যে নেই, আমরা এই করোনা মোকাবিলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কমি’দের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি তবুও কিছু তৃনমূল কংগ্রেস কমি’ সমথ’ক নিজেরাই কিছু এলাকায় পথে নেমেছে আমাদের রাজ্য ও জেলা নেতৃত্ব এবং আমি নিজেও সকল ইটাহার বাসিকে সমজোতা থাকার নির্দেশ দিয়েছি আমাদের আইনের উপর আস্থা আছে আগামী দিনে রাজ্য নেতৃত্ব নির্দেশে আগামী দিনের কর্মসূচি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *