কালিয়াগঞ্জ কৃষি মান্ডিতে তিনদিনের ব্লক কৃষি মেলার উদ্বোধন মঙ্গলবার
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ধনকোল লক্ষীপুর কৃষি মান্ডিতে তিনদিন ব্যাপী মাটি,কৃষি, উদ্যানপালন,মৎস,খাদ্য,কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার।উদ্বোধন করবেন ইটাহারে বিধায়ক অমল আচার্য।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত থাকবেন যুগ্ম কৃষি অধিকর্তা বাপ্পা মোহন রাজা রেড্ডি,ফারহাত বানু- সহ সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ, উপ কৃষি অধিকর্তা মির ফারহাদ হোসেন, মোশারফ হোসেন কর্মাধ্যক্ষ কৃষি সমবায়, উপস্থিত থাকবেন সহ কৃষি অধিকর্তা প্রশাসন অনুপম তালুকদার।
উপস্থিত থাকবেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন কুমার ধারা, গোপাল চন্দ্র ঘোষ সহ-কৃষি অধিকর্তা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
থাকবেন জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবসর্মা, মোমেনা আহমেদ,জেলা পরিষদ সদস্য কমল সরকার, জেলা পরিষদ সদস্য, অসীমঘোষ সদস্য উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদ, কালিয়াগঞ্জ এর পৌর পিতা কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিং, কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়, কর্মাধ্যক্ষ বিমল বর্মন এবং ধনকল গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলা দেবশর্মা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ ব্লকের সহ কৃষি অধিকর্তা গোপাল ঘোষ এক সাক্ষাৎকারে বলেন এই তিন দিনের কৃষি মেলার প্রথম দিন দুপুরে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হবে।কৃষি মেলা উদ্বোধনের পর মঞ্চে কিষান ক্রেডিট কার্ড,মৃত্তিকার স্বাস্থা সম্পর্কিত কার্ড ও কৃষি যন্ত্ পাতি প্রদান করেন করা হবে।এছাড়াও কৃষি মেলার প্রতিদিন কৃষি বিষয়ক আলোচনা, কৃষি প্রশিক্ষণ,থাকবে কৃতি কৃষক রন্ধন প্রতিযোগীতা,দেওয়া হবে কৃষি প্রদর্শনী প্রতিযোগিতার পুরস্কার। তিনদিনের প্রতিদিনের অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা।কৃষি মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});