লস্কর-ই-তৈবা জঙ্গি শেখ সামিরকে ফাঁসির নির্দেশ দিল উত্তর 24 পরগনার বনগাঁ আদালত
1 min read
লস্কর-ই-তৈবা জঙ্গি শেখ সামিরকে ফাঁসির নির্দেশ দিল উত্তর 24 পরগনার বনগাঁ আদালত। ওই আদালতের বিচারক বিনয়কুমার পাঠক আজ এই নির্দেশ দেন। এদিন সকালে আদালতে হাজির করানো হয় ২০০৭ সালে অনুপ্রবেশকারী জঙ্গি হিসেবে ধৃত সেখ সামিরকে। গত মঙ্গলবারই তাকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার সাজা ঘোষণার কথা থাকলেও সেদিনও সাজা ঘোষণা হয়নি ৷ সে কারণে আজ আবারো তাকে হাজির করানো হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন আদালতে তোলা হলে বিচারক তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির নির্দেশ দেন। সকাল পৌনে বারোটা নাগাদ আদালতে সামির কে হাজির করানো হলেও দেড়টা নাগাদ তাকে এজলাসে তোলা হয়, এই বাকি সময়টা পুলিশের গাড়ির মধ্যে কড়া নিরাপত্তায় বসে ছিল সে। এদিনও বরাবরের মতো তাকে বেশ নির্লিপ্তই দেখাচ্ছিল৷ আদালত থেকে ফাঁসির সাজা শুনে বেরনোর পর বলেন, তার বিরুদ্ধে বোমা বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীকে খুন এর ষড়যন্ত্রের মিথ্যা মামলা আনা হয়েছে। অন্যদিকে, সরকারি আইনজীবী সমীর দাস জানান, দোষী ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণে অনেক কথাই বলে। শেখ সামিরের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক মামলা রয়েছে। যে কারণে বিচারক সর্বোচ্চ শাস্তি দিয়েছেন৷ প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৭ সালের ৪ ঠা এপ্রিল পেট্রাপোল সীমান্ত পেরিয়ে এদেশে আসে সেখ সামির সহ আরও তিনজন লস্কর-ই-তৈবা জঙ্গি। বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করে। এই ঘটনায় আগেই তিন জনকে ফাঁসির আদেশ দেন বিচারক। মুম্বাইয়ে একটি মামলায় আদালতে নিয়ে যাওয়ার সময় ছত্তিশগড়ে ট্রেন থেকে পালিয়ে যায় সামির। পরে সে ধরা পড়ে। এন আই এ- তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে আসে। পুরনো মামলায় ফের নিয়ে আসা হয় বনগাঁ আদালতে। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর আজ ফাঁসির নির্দেশ দেন বিচারক ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});