অন্নপ্রাশন বাড়ির বাসি খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪৯ জন কালিয়াগঞ্জ ব্লকেরঘুনাথপুরে
1 min read
তুফান মোহন্ত ঃ– উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরে অন্নপ্রাশন বাড়ির বাসি খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪৯ জন।২৫ জনকে কুনোর এবং কালিয়াগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।জ্বর,মাথা ব্যাথা, বমি নিয়ে তারা ভর্তি হয়েছে।১৫ জনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।বেশ কয়েকজনকে রায়গঞ্জে স্থানান্তর করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে,বুধবার বীরসিংহপুর গ্রামের বাসিন্দা জয়দেব রায়ের ছেলে অন্নপ্রাশন ছিল। সেই অন্নপ্রাশনের রাতে খাওয়ার পর পরের দিন সকাল বৃহস্পতিবার বাসি খাবার খান গ্রাম প্রায় একশ জন।তাদের মধ্যে ৪৯জন অসুস্থ হয়ে পড়েন।জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন,কুনোর থেকে বিশেষ টীম বূরসিংহপুর গ্রামে গিয়ে অসুস্থদের চিকিৎসা করছেন।২৫ জনকে হাসপাতালে আনা হলে বাকি ২৪ জনের চিকিৎসা পর সুস্থ হয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});