কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নতুন ব্যাটেলিয়ান খোলার সিদ্ধান্ত
1 min read
কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ-এর আরো চারটি নতুন ব্যাটেলিয়ান খোলার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই ব্যাটেলিয়ান গুলি হবে উত্তরাখণ্ড, জম্বু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও দিল্লিতে। নদিয়ার কল্যাণীর কাছে মোহনপুরে আজ এনডিআরএফ- এর দ্বিতীয় ব্যাটেলিয়ানের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন করে বাহিনীর মহানির্দেশক সঞ্জয় কুমার বলেন, সারাদেশ জুড়েই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দায়িত্ব অনেক বেড়েছে। বর্তমানে সারাদেশে এই বাহিনীর মোট বারোটি ব্যাটেলিয়ান রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিমবঙ্গেও রয়েছে একটি। নতুন ব্যাটেলিয়ান তৈরির পাশাপাশি এই বাহিনীতে মহিলাদের নিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে। কেননা, কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মহিলাদের উদ্ধারের জন্য এই বাহিনীতে কোন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা নেই। অন্য বাহিনী থেকে মহিলাদের নিয়ে আসা হয়। সেজন্যই এই বাহিনীতে মহিলাদের জন্য আলাদা উইং গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। মোহনপুরে ১০৩ কোটি টাকা ব্যয়ে এনডিআরএফ এর এই ব্যাটেলিয়ান গড়ে তোলা হয়েছে। শ্রীকুমার এদিন এই বাহিনীর জওয়ানদের জন্য তৈরি ব্যারাক, আধিকারিকদের জন্য আবাসনেরও উদ্বোধন করেন। মোট 64 একর জমির ওপর এনডিআরএফ- এর এই দ্বিতীয় ব্যাটেলিয়ান গড়ে উঠেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});