January 11, 2025

তৃণমূলের অহংকার চূর্ণ করে কালিয়াগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গেরুয়া ঝড় আছড়ে পড়ল।

1 min read

তৃণমূলের অহংকার চূর্ণ করে কালিয়াগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গেরুয়া ঝড় আছড়ে পড়ল।

তনময় চক্রবর্তী।।।। একটা প্রবাদ প্রচলিত কথা রয়েছে অহংকার মানুষের পতনের মূল কারণ হয়। যেহেতু লোকসভা নির্বাচনের ৫৬ হাজার ভোট কে পিছিয়ে গত উপ নির্বাচনে কালিয়াগঞ্জ এ উপনির্বাচনে জয় ছিনিয়ে নিতে পেরেছিল কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস সেহেতু  তারা ভেবে নিয়েছিল হয়তোবা এবার বিধানসভা নির্বাচনে তাদের জয় নিশ্চয় হবেই হবে। কেউ আটকাতে পারবেনা তাদের। নির্বাচনের আগে তৃণমূলের নেতা থেকে কর্মীদের সকলের মুখে শোনা যায় যতই কালিয়াগঞ্জে বিজেপি লাফালাফি করুক না কেন তাতে তাদের কোন লাভ হবে না কিন্তু গতকাল গণনার পরে ঠিক উল্টো চিত্র দেখা গেল কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। এক থেকে ১৭ কোন ওয়ার্ডে তৃণমূল জয়ী হতে পারল না। গণনার পর কালিয়াগঞ্জ পৌরসভা ১৭  টি ওয়ার্ড এ মোট ১১ হাজার ৫৯৩  ভোটে বিজেপি এগিয়ে গিয়েছে দেখা গেল। এখন দেখা যাক কোন ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল।

এক নম্বর ওয়ার্ডে ১৪৭ ভোট এগিয়ে বিজেপি,২ নম্বর ওয়ার্ডে ৯৯ ভোট এগিয়ে বিজেপি,৩ নম্বর ওয়ার্ডে ৯৮০ভোট এগিয়ে বিজেপি,৪ নম্বর ওয়ার্ডে ২৯৮ ভোট এগিয়ে বিজেপি,৫ নম্বর ওয়ার্ডে ১৪৩৯ ভোট এগিয়ে বিজেপি,৬ নম্বর ওয়ার্ডে ১০৫৬ ভোট এগিয়ে বিজেপি,৭ নম্বর ওয়ার্ডে ৮০৯ ভোট এগিয়ে বিজেপি,৮ নম্বর ওয়ার্ডে ১৩৯২ ভোট এগিয়ে বিজেপি,৯ নম্বর ওয়ার্ডে ৪৬৫ ভোট এগিয়ে বিজেপি,১০ নম্বর ওয়ার্ডে ৯৯৩ ভোট এগিয়ে বিজেপি,১১ নম্বর ওয়ার্ডে ৬৬১ ভোট এগিয়ে বিজেপি,১২ নম্বর ওয়ার্ডে ৬৩৮ ভোট এগিয়ে বিজেপি,১৩ নম্বর ওয়ার্ডে ২৬৫ ভোট এগিয়ে বিজেপি,

১৪ নম্বর ওয়ার্ডে ৩৭৭ ভোট এগিয়ে বিজেপি,১৫ নম্বর ওয়ার্ডে ৬১০ ভোট এগিয়ে বিজেপি,১৬ নম্বর ওয়ার্ডে ৮৪৯ ভোট এগিয়ে বিজেপি,১৭ নম্বর ওয়ার্ডে ৫০৫ ভোট এগিয়ে বিজেপি।অর্থাৎ বলা চলে গেরুয়া ঝড়ে কালিয়াগঞ্জ শহরে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল কংগ্রেস। বর্তমানের কথা সমীক্ষাতে আগে জানিয়ে দেয়া হয়েছিল কালিয়াগঞ্জ বিজেপি জয় লাভ করছে। এবার সেটা প্রমান হয়ে গেল । সারারাত যে যখন সবুজ ঝরে কুপোকাত বিজেপি শিবির ঠিক তখন কালিয়াগঞ্জে উল্টো চিত্র দেখা গেল শহর জুড়ে। মানুষের রায় যেটা প্রকাশ হয়েছে সেটাতে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা কালিয়াগঞ্জ শহরে এখন রয়েছে তাদেরকে মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এখন দেখার বিষয় আগামী দিনে সেই নিশ্চিহ্ন হওয়া তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জ থেকে আবার কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য এবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির সৌমেন রায় ২১,৮৫৪ ভোটে জয়ী হয় . 

6 thoughts on “তৃণমূলের অহংকার চূর্ণ করে কালিয়াগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গেরুয়া ঝড় আছড়ে পড়ল।

  1. You still need to be sexually aroused or stimulated to achieve an erection ED medication simply makes this process easier when the time is right п»їcialis The specific therapeutically effective dose level for any particular subject will depend upon a variety of factors including the disorder being treated and the severity of the disorder; activity of the specific compound employed; the specific composition employed, the age, body weight, general health, sex and diet of the subject; the time of administration, route of administration, and rate of excretion of the specific compound employed; the duration of the treatment; drugs used in combination or coincidental with the specific active agent employed; and like factors well known in the medical arts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *