কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী সৌমেন রায় তৃণমূল ভূমি পুত্র তৃণমূল কংগ্রেসের তপন দেবসিংহকে পরাজিত করে শেষ হাসি হাসলো-
1 min readকালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী সৌমেন রায় তৃণমূল ভূমি পুত্র তৃণমূল কংগ্রেসের তপন দেবসিংহকে পরাজিত করে শেষ হাসি হাসলো-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২,এপ্রিল: রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের ধারার মধ্যেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রটি বিজেপির সৌমেন রায় তৃনমুলের তপন দেব সিংহের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শেষ হাঁসি হাসলো।জানা যায় কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় প্রথম রাউন্ড থেকে প্ৰতি রাউন্ডেই তার জয়ের গতি অব্যাহত রেখে শেষ মুহূর্তে অবশেষে ২১,৮৫৪ ভোটে জয়ী হয়।
জানা যায় বিজেপি প্রার্থী সৌমেন রায় মোট ভোট পায় ১,১৫,৫৭৭ টি এবং তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী তপন দেবসিংহ ভোট পান ৯৩,৭২৩টি ভোট।
কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় জয়ী হবার পর এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জের সমস্ত স্তরের মানুষদের তিনি অভিনন্দন জানান তাকে বিপুল ভোটে জয়ী করবার জন্য।তিনি বলেন তিনি কালিয়াগঞ্জের মানুষদের কাছে চিরকৃতজ্ঞ।
তিনি কালিয়াগঞ্জের মানুষদের পাশে সবসময়ের জন্য থেকে কালিয়াগঞ্জের উন্নয়নে কাজ করবেন বলে জানান।কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী জয়ে বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক খুশির হওয়া বইছে।যেহেতু করোনার প্রভাব ব্যাপক আকার নিয়েছে তাই এই মুহূর্তে তারা কোন বিজয় মিছিল করবেন না বলে জানান।কালিয়াগঞ্জের বিজেপির তরুণ তুর্কি নেতা কার্তিক পাল বলেন সমগ্র রাজ্যে বিজেপির হারে দুঃখ পেলেও কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী জয়ী হওয়ার তিনি প্রচন্ড খুশি হয়েছেন।