January 11, 2025

কিংমেকার বিজেপি নেতা কার্তিক পালের সাং সাংগঠনিক দক্ষতায় বিজেপি প্রাথী সৌমেন রায় বিপুল ভোটে জয়ী হলেন

1 min read

কিংমেকার বিজেপি নেতা কার্তিক পালের সাং সাংগঠনিক দক্ষতায় বিজেপি প্রাথী সৌমেন রায় বিপুল ভোটে জয়ী হলেন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩মে:কথায় বলে মিলে মিশে করি কাজ হারি জিতি নাহি লাজ।কিন্তূ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৃণমূলের বলিষ্ঠ নেতৃত্ববৃন্দ তার উল্টো কাজটা করতেই বেশি সময় ব্যয় করেছিল।আর তার ফলে যা হবার তাই হল।গত রবিবার ফল প্রকাশের মধ্য দিযে।কিছুদিন আগেও দেখা গিয়েছিল কালিয়াগঞ্জের তৃণমূলের কর্মকর্তাদের মধ্যে ছিল প্ৰকৃত অর্থেই কোন্দলহীন একটি সুশৃঙ্খল দল।কিন্তূ অঘটন ঘটে গেল ২০১৯সালে কালিয়াগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে তৃণমূলের তপন দেব সিংহ জয়ী হবার পর থেকেই।পূর্বে কালিয়াগঞ্জে তৃণমূলের কোন তেমন সংগঠন না থাকলেও পরবর্তীতে কালিয়াগঞ্জের কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড থেকে পৌর সভার উপ পৌর পিতা কার্তিক পালের নেতৃত্বে ১২জন পৌর কমিশনার নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলে কংগ্রেসের পৌর বোর্ড ভেঙে যায়।গঠন হয় তৃণমূলের নুতন পৌর বোর্ড।নুতন তৃণমূল পৌর বোর্ডের পৌর পিতা নির্বাচিত হন কার্তিক পাল।যদিও কালিয়াগঞ্জ পৌর সভা নির্বাচনে ১৭ টি ওয়ার্ডের একটিতেও তৃণমূল জয়ী হয়ে আসতে পারেনি কার্তিক পালের নেতৃত্বে।

২০১৬ সালে।কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে কংগ্রেসের পৌর বোর্ড ভেঙে তৃণমূলের পৌর বোর্ড করায় কালিয়াগঞ্জে ব্যাপক উন্নয়নের কর্মকান্ড শুরু করেন তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের চেয়ারম্যান কার্তিক পাল।কালিয়াগঞ্জের পৌর সভার ইতিহাসে একসাথে এত উন্নয়ন কোনদিন কালিয়াগঞ্জের।মানুষ দেখে নি বলেই সবাই একবাক্যে স্বীকার করে থাকে।কিন্তূ ২০১৯সালে কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ভোটে তৃণমূলের তপন দেবসিংহ জয়ী হবার পর থেকে শুরু হয়ে যায় পৌর পিতা কার্তিক পালের সাথে মন কষাকশি থেকে মুখ দেখা দেখি বন্ধ।এর পর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে কার্তিক পালকে সরিয়ে দিয়ে কমল ঘোষকে শহর তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।পরবর্তীতে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক পাল তৃণমূল দলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে গত১৯শে ডিসেম্বর মেদিনীপুর গিয়ে বিজেপি দলে যোগ দেন।পথের কাঁটা কার্তিক পাল চলে যাবার পর কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস ভেবেছিল তারা কার্তিক পালকে ছাড়াই এবারের নির্বাচনে তাদের প্রার্থী তপন দেব সিংহকে বিপুল ভোটে জয়ী করে দ্বিতীয়বার বিধায়ক করে বিধান সভায় পাঠাবে।কিন্তূ সেগুড়ে বালি। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কার্তিক পাল তার সাংগঠনিক দক্ষতার প্রমান কথায় নয় কাজের মাধ্যমে দেখিয়ে দিয়ের ২৪ হাজার ভোটে বিজেপি প্রার্থী সৌমেন রায়কে জয়ী করে আনেন। কালিয়াগঞ্জের পৌর সভায় এক সময় চেয়ারম্যান থাকার সুবাদে কালিয়াগঞ্জ পৌর শহরের ১৭টি ওয়ার্ডের প্রত্যেকটিতে বিপুল ভোটে জয়ী করেন।শুধু ১৭টি ওয়ার্ডেই ১১,৫০০ ভোটে লিড পায় বিজেপি প্রার্থী সৌমেন রায় শুধুমাত্র কার্তিক পালের কারিশমায়।ঠিক একই রকম ভাবে কালিয়াগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র ১টি গ্রাম পঞ্চায়েত বাদে সব পঞ্চায়েত থেকে বিজেপি প্রার্থী সৌমেন রায় লিড পায়।ফালাকাটা থেকে আগত বহিরাগত প্রার্থী দৌমেন রায়ের জয়ের মূল কান্ডারী কার্তিক পাল তৃণমূল দলকে হারে হারে টের পাইয়ে দিয়েছে যে কার্তিক পাল শুধু কথা বলেনা কাজ করে।তিনি যখন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান ছিলেন কি করে শহরের উন্নয়ন করতে হয় তা যেমন দেখিয়েছেন তেমনি তার সাংগঠনিক ক্ষমতা কতটা সেটাও বিজেপি প্রার্থী সৌমেন রাযকে বিপুল ভোটে জযের মাধ্যমে একজন কিং মেকারের ভূমিকা কেমন হতে পারে তা ঠারেঠোরে তৃণমূল দলকে দেখিয়ে দিল গেরুয়া ঝড় কালিয়াগঞ্জ ব্লকে কত তীব্র হতে পারে।

6 thoughts on “কিংমেকার বিজেপি নেতা কার্তিক পালের সাং সাংগঠনিক দক্ষতায় বিজেপি প্রাথী সৌমেন রায় বিপুল ভোটে জয়ী হলেন

  1. Ironically, some of those teens, now in their 60s and beyond, may have trouble paying for medications they now need to have a normal love life purchase cialis online At the same time, the formation of the price is created not only by taking in account the prime cost, but because of a well-known brand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *