ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো ইটাহারে
1 min readঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো ইটাহারে
২৭শে এপ্রিল শশাঙ্ক সরকার ইটাহার: প্রবিত্র রমজান মাসের ঈদের উৎসবের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ইটাহারে। প্রতিবছরের মতো এবারো উত্তর দিনাজপুর জামায়াত ইসলামী হিন্দ এর উদ্যোগে ও সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় মঙ্গলবার ইটাহার উত্তর পাড়া সভা হলে এদিনের ঈদের রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত ইসলামী হিন্দ ইটাহার ব্লক কমিটি।
এদিন সংগঠনের তরফে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার দুই শতাধিক মুসলিম সম্প্রদায়ের দুঃস্থ মানুষের মধ্যে চাল ডাল তেল,আটা সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন উত্তর দিনাজপুর জেলা জামায়াত ইসলামী হিন্দ জেলা সভাপতি শেখ জালালউদ্দিন আহমেদ, ছিলেন ইটাহার ব্লক নেতৃত্ব আফাজ উদ্দিন আহমেদ,ব্লক নেত্রী সায়রা বানু, আসরাফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন জেলা সম্পাদক বলেন যাতে প্রবিত্র রমজান মাসে উৎসবের দিন দুস্হ মানুষ গুলো আর দশটা মানুষের মত আনন্দ করতে পারে সেকারনেই তাদের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হলো।