January 12, 2025

ভোট শান্তিতে। মানুষ ভীষণ আনন্দিত

1 min read

ভোট শান্তিতে। মানুষ ভীষণ আনন্দিত

তুহিন শুভ্র মন্ডল সপ্তম পর্বের ভোটে দক্ষিণ দিনাজপুরের চিত্র বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ। চরম রোদে মানুষ সকালের দিকে বেশীরভাগ ভোট প্রদান করলো। লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বয়স্কাও । গনতন্ত্রের উৎসবে অংশ নিলেন বিভিন্ন বয়সীরা ।

কোথাও কোন গন্ডগোল নেই। বালুরঘাট কিংবা তপন । কুমারগঞ্জ কিংবা গঙ্গারামপুর । সব বিধানসভাতেই একই চিত্র। এবং মানুষ তাতে ভীষণ আনন্দিত। বেশিরভাগ জায়গাতেই কোভিড স্বাস্থ্যবিধি মেনে ভোটদান চললো।

বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় সত্তর শতাংশ ভোট সম্পন্ন। এত নির্বিঘ্নে ভোট যেন বারবার প্রত্যক্ষ করা যায় ভোটার দের আশা সেটাই। ভোটকর্তাদের কথায় ‘ আমরাও ভীষণ আনন্দিত’। মাত্রাতিরিক্ত গরম আর লোডশেডিংয়ে কষ্টও পেল ভোটকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *