বিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় ইটাহারের করোনা রোগীরা জাতীয় সড়ক অবরোধ করল
1 min readবিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় ইটাহারের করোনা রোগীরা জাতীয় সড়ক অবরোধ করল
শশাঙ্ক সরকার ইটাহার করোনা সন্দেহে রুগিরা আজ বিশুদ্ধ পানিয় জল না পাওয়া ও নিম্নমানের খাদ্য পাওয়ার কারণে কিছু খনের জন্য জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখালেন । জানা যায় প্রায় ২০জন করোনা সংক্রান্ত মহিলা পুরুষরা ইটাহারে গোটলু মোর এলাকায় জাতীয় সরকে অবরোধ করে। প্রশাসন সুত্রে জানা গিয়েছে রায়গঞ্জ সাবডিভিশন অন্তর্গত জনা মহিলা,
পুরুষ ৩০ জন করোনা সংক্রান্ত সন্দেহে ইটাহার গোটলু হোমগাড’ ট্রেনিং সেন্টারে রাখা হলেও রুগিদের একাংশ গোটলুমোর এলাকায় জাতীয় সরক অবরোধ করে। অভিযোগ খাওয়ার জন্য ভালো জল পাওয়া যায় না এমনকি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ ।অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলন কারিরা।