January 12, 2025

নিজের ভোট নিজে দিতে পারবে এই আনন্দে কুশমন্ডিতে গেরুয়া সুনামি আছড়ে পড়তে চলেছে

1 min read

নিজের ভোট নিজে দিতে পারবে এই আনন্দে কুশমন্ডিতে গেরুয়া সুনামি আছড়ে পড়তে চলেছে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪ এপ্রিল:কেন্দ্রীয় বাহিনীর সৌজন্যে এবার অনেকদিন পর নিজের ভোট নিজে দিতে পারবে এই আনন্দে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির গ্রামেগঞ্জের ভোটারদের মধ্যে গেরুয়া ঝড় আছড়ে পড়তে শুরু করেছে।তাদের সবার একটাই সুর আর নয় অন্যায়,এবার চাই বিজেপির বিধায়ক ও পরিবর্তনের পরিবর্তন সরকার।তাই গ্রামে গঞ্জে এবার একটাই আওয়াজ ৩৭ বছরতো দেখলাম।কি পেয়েছি।রাজ্যে বিজেপি সরকার এলে যে অনুন্নত কুশমন্ডির ব্যাপক উন্নতি ঘটবে তা হলফ করেই বলা যায়।

গত বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভার ভোটে পরিষ্কার হয়ে গেছে জনতা জনার্দনের জনাদেশ কার পক্ষে গেছে।তাই কালিয়াগঞ্জের আসন নিশ্চিত ভেবেই কালিয়াগঞ্জের বিজেপি নেতৃবৃন্দ এবার ঝাঁপিয়ে পরেছে কুশমন্ডির বিজেপি প্রার্থী রনজিৎ রায়ের সমর্থনে কুশমন্ডির ভোটের মাঠে ময়দানে।কুশমন্ডির বিজেপি প্রার্থী রনজিৎ রায় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই প্রতিবেদককে জানান সারা রাজ্যে যেমন গেরুয়া সুনামি আছড়ে পড়ছে ঠিক একই ভাবে কুশমন্ডিও এর থেকে ব্যতিক্রম নয়।রনজিৎ বাবু বলেন এবার কুশমন্ডির জনতার রায় যেমন গেরুয়া শিবিরের পক্ষে যেতে চলেছে। ঠিক তেমনিভাবেই রাজ্যের জনাদেশও বিজেপিকে নবান্নে আসার ইঙ্গিত মিলছে।তিনি বলেন সাধারণ মানুষের সরকার গড়তে গেরুয়া ঝরের সুনমি ইতিমধ্যেই প্রতিটি দফায় দফায় উপচে পড়েছে। গেরুয়া শিবিরের রাজ্য সরকারের আসা সময়ের অপেক্ষা মাত্র।কালিয়াগঞ্জ শহর বিজেপি মন্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ বিজেপির তরুণ তুর্কি নেতা কার্তিক চন্দ্র পাল কুশমন্ডি বিজেপির প্রার্থী রনজিৎ রায়ের প্রচারে গিয়ে শুক্রবার বলেন আমরা কালিয়াগঞ্জের বিজেপির জয় যেমন নিশ্চিত করতে পেরেছি,তেমনি আমাদের কুশমন্ডির বিজেপির প্রার্থী রনজিৎ রায় যে এবার কুশমন্ডি থেকে নর্মদা রায়কে হারিয়ে জয়ী হবে নিশ্চিত ভাবেই বলা যায়। আমাদের স্থির বিশ্বাস।কারন গেরুয়া সুনামি কোন বাধা মানেনা।আগামী সোমবার সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি আসনের সাথে কুশমন্ডি বিধান সভা কেন্দ্রেও এই নির্বাচন হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *