January 12, 2025

কালিয়াগঞ্জে স্টেট জেনারেল হাসপাতালে প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন দেওয়া হছ,ক্ষুব্ধ সাধারণ মানুষ-

1 min read

কালিয়াগঞ্জে স্টেট জেনারেল হাসপাতালে প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন দেওয়া হছ,ক্ষুব্ধ সাধারণ মানুষ-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪, এপ্রিল:করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপর্যস্ত গোটা দেশ।কোভিড চিকিৎসায় বাড়ছে অক্সিজেনের চাহিদা।মারন ভাইরাস রুখতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রয়োজনের তুলনায় কোভিড ভ্যাকসিন কম দেওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।।এদিকে ভোট পর্ব শেষ হবার সাথে সাথে মানুষের মধ্যে করোনা আতঙ্ক অনেকগুন বৃদ্ধি পেয়েছে।তাই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে করোনার প্রথম ডোজ নেবার জন্য মানুষের মধ্যে ব্যাপক তোর জোর শুরু হয়ে গেছে।

প্রতিদিন শহর ও গ্রাম থেকে ভ্যাকসিন নেবার জন্য সাত সকালেই বড় লাইন ওরে যাচ্ছে।টাটফাটা রৌদ্রকে উপেক্ষা করেও কিভাবে কে কার আগে ভ্যাকসিন নিতে পারে চলছে তার প্রতিযোগিতা।শনিবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে হাসপাতালের সুপারের খোঁজ করলে জানা যায় তিনি ছুটিতে।হাসপাতালে দেখা গেল ভ্যাকসিন নেবার জন্য নাম নথিভুক্ত করবার কারনে প্রচুর মানুষের ভীড়।নাম নথিভুক্ত করবার

পর এক এক করে প্রথম ডোজের নিচ্ছে পুরুষ ও মহিলারা।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায় এই হাসপাতালে প্রতিদিন প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মাত্র ২০০-২২০জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে যা কালিয়াগঞ্জের মত শহরে প্রয়োজনের তুলনায় যথেষ্টই কম।যেখানে প্রতিদিন কমপক্ষে ৫০০জনের ভিড় হচ্ছে সেখানে ২০০ থেকে ২২০জনকে দেবার পর ভ্যাকসিন দেবার কাজ বন্ধ করে দেয়া হচ্ছে।।ফলে অর্ধেক সংখক।মানুষ যারা গ্রাম গঞ্জে থেকে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে তাদের অনেককেই খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে

প্রচন্ড ক্ষোভ নিয়ে।কালিয়াগঞ্জ শহর থেকে কম করেও ৬কিমি দূর অনন্তপুর গ্রাম থেকে আসা অনিল দেবশর্মা ক্ষোভের সঙ্গে জানান জেলা স্বাস্থ্য দপ্তর কেন কম করেই প্রতিদিন ৫০০ জনকে ভ্যাকসিন দেবার ব্যবস্থ্যা করছেন না।অথচ ভ্যাকসিন যথেষ্ট পরিমানেই আছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। মানুষ এমনিতেই আতঙ্কের মধ্যে আছে তার উপর ভ্যাকসিন নিতে এসেও যদি ভ্যাকসিন না পাওয়া যায় তাহলে স্বাস্থ্য পরিষেবা কি ভাবে গ্রামের মানুষ পাবে বলে তার অভিযোগ?ফতেপুরের কুলেন বর্মন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী র কথা শুনে সবাই ভাবে এই রাজ্যের মত স্বাস্থ্য পরিষেবা ভু ভারতের কোথাও নেই।কিন্তু হাসপাতালে গেলে বোঝা যায় স্বাস্থ্যের হাল কত নিম্ন স্তরের।আসলে উনার কাজের চেয়ে মুখ চলে বেশি।তার দাবি অবিলম্বে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রতিদিন টিকা করনের সংখ্যা বৃদ্ধি করতে হবে।কুলেন বাবু বলেন কালিয়াগঞ্জ ব্লকে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা এক কথায় উদ্বেগজনক। অথচ কালিয়াগঞ্জ পৌরসভার এই মুহূর্তে কোন রকম হেলদোল নেই।হেলদোল নেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কোন রকম সচেতনতা মূলক প্রচার অভিযান নিয়ে কালিয়াগঞ্জ শহর ও গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *