বাংলায় মহিলাদের নেই সুরক্ষা,দিদি বলে এসব দুষ্ট ছেলেপুলেরা একটু করেই থাকে-
1 min readবাংলায় মহিলাদের নেই সুরক্ষা,দিদি বলে এসব দুষ্ট ছেলেপুলেরা একটু করেই থাকে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩এপ্রিল:বাংলাকে বিগত দশ বছরে দিদির মা মাটি মানুষের সরকারকে অনেক পিছিয়ে দিয়েছে।নেই মহিলাদের কোন সুরক্ষা,কিন্তু আমাদের দিদি বলেন অল্প বয়সী দুষ্ট ছেলেরা এসব একটু আধটু করেই থাকে।শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রনজিৎ রায়ের প্রচারে এসে এই কথা গুলি বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন রাজ্যের মানুষ বলেছিল এই বাংলায় অনেক সরকার দেখেছি এবার বিজেপিকে দেখবো।যে ছয় দফা ভোট হয়ে গেছে তাতে বাংলার জনতা জনার্দন দিদির ভাঙা পা নিয়ে প্ৰতি মুহূর্তে মিথ্যা কথা বলার জনাদেশ ইতিমধ্যে ই দিয়ে ফেলেছে শোনা যাচ্ছে।কুশমন্ডি মানুষ বাংলার অন্য জেলার সাথে তাল মিলিয়ে কুশ মন্ডির বিজেপির প্রার্থী রনজিৎ রায়কে বিপুল ভোটে অবশ্যই জয়ী করবে বলে তার দৃঢ় বিশ্বাস।অনেক সরকার কে দেখলেন আপনারা।
এবার বিজেপির সরকারকে দেখুন।এই রাজ্যটাকে দশ বছর শাসন করে তৃণমূল বিষ বছর পিছিয়ে দিয়েছে।নেই শিক্ষার পরিবেশ, বেকারদের চাকরি নেই।আছে শুধু কাটমানির ব্যবসা।নেই বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষকতা চাকরির এস এস সি পরীক্ষার ব্যবস্থা।মানুষকে সস্তায় বাজিমাত করে রাজ্যের সর্বনাশ করেছে।দশ বছরে তৈরি হয়নি কোন কলকারখানা।তবে আমরা নিশ্চিত আগামী ২রা মে থেকে দিদিকে আর নবান্নে যেতে হবেনা।বাংলার মানুষ দিদিকে আর সুযোগ দিচ্ছেনা তা ঠিক হয়েই গেছে।কুশমন্ডির জনসভায় বক্তব্য রাখেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।করোনা বিধিনিষেধ মেনেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই জনসভা করেন সামান্য মানুষের উপস্থিতিতেই।প্রকাশ,আগামী ২৬সে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা আসনে ভোট হবে।