কুশমন্ডিতে তৃণমূল ও আর এস পি থেকে বিজেপিতে ভোটের পূর্ব মুহুর্তে ২০০পরিবার
1 min readকুশমন্ডিতে তৃণমূল ও আর এস পি থেকে বিজেপিতে ভোটের পূর্ব মুহুর্তে ২০০পরিবার
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২০এপ্রিল:আসন্ন বিধানসভার নির্বাচনে মোদি জী’র হাত শক্ত করতে কুশমন্ডি বিধান সভার zp ১ মন্ডলে ৫ নং দেউল অঞ্চলের ৩৪ নং উপদেউল বুথে মঙ্গলবার আর এস পি ও তৃণমূল থেকে ২০০ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ সভাপতি তথা , বিজেপি প্রার্থী মাননীয় শ্রী রঞ্জিত কুমার রায় মহাশয়, জেলা আই টি ও স্যোসাল মিডিয়ার সহ প্রমুখ শ্রী পঙ্কজ ঘোষাল
মহাশয়, zp১ মন্ডল সভাপতি লকিন্দর সরকার মহাশয,মন্ডলের সাধারন সম্পাদক ডরেন সরকার মহাশয়সহ অন্যান্য কার্যকর্তারা।