মুক্তির পথ রায়গঞ্জ সমাজসেবী সংস্থার প্রতিষ্ঠা দিবস
1 min readমুক্তির পথ রায়গঞ্জ সমাজসেবী সংস্থার প্রতিষ্ঠা দিবস
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২০ এপ্রিল:-সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির পথ রায়গঞ্জ”- সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ডে পথচলতি মানুষদের নিয়ে একটি কেক কাটা হয়েছিল। এছাড়াও সংস্থার জন্মদিন উপলক্ষে সেদিন পথচলতি মানুষদের করোনা বিষয়ে সচেতনতা সহ, মাস্ক, চকলেট ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন “মুক্তির পথ রায়গঞ্জ” –
সংস্থার সভাপতি প্রণব দেবনাথ, সম্পাদক সামিম আক্তার,সহ সম্পাদক রমেন্দ্রনাথ দাস,দেবাশীষ দাস ,সদস্য সুজন দাস ও গণেশ সরকার।“ মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার সম্পাদক সামিম আক্তার জানান দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
তাই পথচলতি মানুষজনদের করোনা বিষয়ে সচেতন করার উদ্দেশ্যেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।বিগত দিনেও আমরা এই ধরনের কর্মসূচির উদ্যোগ নিয়েছি এবং আগামী দিনেও নেবো।উক্ত কর্মসূচীতে পথচলতি অনেক মানুষ খুশি হয়েছেন বলেও তিনি জানান।”