মাধ্যমিক নিয়ে নয়া ভাবনা পর্ষদের, ৫০ শতাংশ পরীক্ষাকেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত
1 min readমাধ্যমিক নিয়ে নয়া ভাবনা পর্ষদের, ৫০ শতাংশ পরীক্ষাকেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত
চিন্তা বাড়িয়ে প্রতিনিয়ত চড়ছে করোনার গ্রাফ। এরই মধ্যে এবার জানা যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়েও বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে দশম শ্রেণির আইসিএসই, সিবিএসই পরীক্ষা। অন্যদিকে, আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যত্ নিয়েও সংশয় তৈরি হয়েছিল।কিন্তু সংশয় তৈরি হলেও এবার কোভিড বিধি মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
জানা গিয়েছে, করোনার যাবতীয় বিধি মেনেই পরীক্ষার আয়োজন করা হবে। আর তাই, পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বাড়ানো হচ্ছে বলে পর্ষদ সূত্রে খবর।জানা গিয়েছে, এবার ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। আর তাই কোভিড বিধি মেনে দূরত্ব বিধি মানার কারণে বাড়তে চলেছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। করোনা বিধির কথা মাথায় রেখেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৪২০০ করা হচ্ছে বলে জানা গিয়েছে।পাশাপাশি আরও জানা গিয়েছে যে, পরীক্ষার্থীদের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রেখেই বসার ব্যবস্থা করা হবে। আট ফুটের বেঞ্চ হলে একটি বেঞ্চের দু প্রান্তে দু জন পরীক্ষার্থী বসবে। আর যদি ৬ ফুটের বেঞ্চ হয় তাহলে একজন করে পরীক্ষার্থীকে বসানো হবে প্রতি বেঞ্চে।সব পরীক্ষা কেন্দ্রেই সর্বোচ্চ ২০০ থেকে ২৫০ জন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হবে। এছাড়া আরও জানা গিয়েছে যে, গ্লাভস পরেই ছাত্রছাত্রীদের খাতা এবং প্রশ্নপত্র দেবেন শিক্ষক বা শিক্ষিকারা।সোমবার যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সময়ে হবে কি না, সে বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে। একই কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।তবে যেহেতু রাজ্য প্রশাসনের তরফে কোনও নির্দেশ আসেনি, তাই পরীক্ষা সময়মত হবে ধরে নিয়েই এবার কার্যত প্রস্তুতি শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১ থেকে ১০ই জুন মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। তার আগেই কোভিড বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা করানোর প্রস্তুতি শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ।