তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ইটাহারে ,বহু তৃণমূল কংগ্রেস কর্মী যোগ দিলো বিজেপিতে
1 min readতৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ইটাহারে ,বহু তৃণমূল কংগ্রেস কর্মী যোগ দিলো বিজেপিতে
৬ই মাচ’ শশাঙ্ক সরকার ইটাহার: ভারতীয় জনতা পার্টির কমি’ সভার মাধ্যমে বিভিন্ন দল ছেড়ে বিজেপি তে যোগদান করল ইটাহারে। এদিন ইটাহার দাস পাড়া এলাকায় বিজেপির দলিও কায’লয়ে বেশ কিছু কমি’সমথ’ক দের
উপস্থিতিতে কমি’ সভার আয়োজনে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার দুই শতাধিক সংখ্যা লঘু সাধারণ মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপি যোগদান করেন, এদিন দল ত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির জেলা সহ সভাপতি নিমাই সিং, ছিলেন বিজেপি নেতৃত্ব শ্যামল চৌধুরী,শাধন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।