নাম ঘোষণা হতেই নিজের নামে দেওয়াল লিখন শুরু ও মিছিল বের করলেন ইটাহার ব্লকের নব নির্মিত তৃনমূল কংগ্রেস পাথি’ মোশারফ হোসেন
1 min readনাম ঘোষণা হতেই নিজের নামে দেওয়াল লিখন শুরু ও মিছিল বের করলেন ইটাহার ব্লকের নব নির্মিত তৃনমূল কংগ্রেস পাথি’ মোশারফ হোসেন
৬ই মাচ’ শশাঙ্ক সরকার ইটাহার: নাম ঘোষণা হতেই নিজের নামে দেওয়াল লিখন শুরু ও মিছিল বের করলেন ইটাহার ব্লকের নব নির্মিত তৃনমূল কংগ্রেস পাথি’ মোশারফ হোসেন, এদিন ইটাহার ব্লকের জয়হাট বিভিন্ন এলাকায় দলিও পাথী’র নামে দেওয়াল লিখন
শুরু হলেও ইটাহার বিধান সভার নব নির্মিত পাথী’ মোশারফ হোসেন দলও নেতৃত্ব দের নিয়ে জয়হাট অঞ্জলের চেকপোস্ট এলাকায় নিজেই রং তুলির টানে নিজের নাম লেখা ও জোড়া ফুল নিল সাদা রঙ্গে ফুটিয়ে তোলা হয়। মোশারফ হোসেন বলেন ব্লকের বিভিন্ন এলাকায় দলিও নেতৃত্ব দ্বারা দেওয়াল লিখনে কাজ শুরু হয়েছে, পাশাপাশি অঞ্চলে অঞ্জলে প্রাথমিক ভাবে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ শুরু করা হয়েছে।