অবশেষে কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল এর উদ্যোগে তৈরি আধুনিক মানের বাস স্ট্যান্ড এর উদ্বোধন করতে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তনময় চক্রবর্তী  অবশেষে কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল এর উদ্যোগে তৈরি আধুনিক মানের বাস স্ট্যান্ড এর উদ্বোধন করতে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জ বাসির দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক মানের বাস স্ট্যান্ড। পূর্বতন কালিয়াগঞ্জ পৌরসভায়  সিপিআইএম এবং কংগ্রেস পরিচালনা করলেও কালিয়াগঞ্জ শহরের মানুষের কথা চিন্তা করে তারা যে আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরি করতে পারেনি সেটা করে দেখিয়ে দিল কালিয়াগঞ্জ পৌরসভার তৃণমূল পরিচালিত পৌরবোর্ড। যার মূল কান্ডারী ছিল প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল।

প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল সেই সময় তিনি কালিয়াগঞ্জ বাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কালিয়াগঞ্জ বাসির  স্বার্থে উন্নয়নের  কর্মযজ্ঞ শুরু করবেন। আর প্রথম কাজই হবে তার কালিয়াগঞ্জ বাসীর  দীর্ঘদিনের চাহিদা আধুনিক মানের একটি বাস স্ট্যান্ড কালিয়াগঞ্জ এ গড়ে তোলার ক্ষেত্রে। সেই মোতাবেক পৌরপতি তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রচেষ্টায় কালিয়াগঞ্জ শহরে আধুনিক মানের একটি বাস স্ট্যান্ড তৈরি করেন কালিয়াগঞ্জ পৌরসভা র উদ্যোগে। যে বাস স্ট্যান্ড এর কাজ আজ থেকে কয়েক মাস আগে সম্পূর্ণ হয়ে গেলেও তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্মফুল শিবিরে যোগ দেওয়ার ফলে সেই বাসস্ট্যান্ডের উদ্বোধন রাজনৈতিক অস্থিরতার জন্য স্থগিত হয়ে যায়। পরবর্তীতে কালিয়াগঞ্জ এর প্রাক্তন পৌরপতি তিনিও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যায়। এর ফলে বেশ কিছুদিন প্রশাসক পদে কে নতুন ভাবে দায়িত্ব নেবেন সে নিয়ে চলে তাল বাহানা। ফলে বিশবাঁও জলে পড়ে যায় কালিয়াগঞ্জ এর বাস স্ট্যান্ড। অবশেষে প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের উদ্যোগে তৈরি করা নতুন আধুনিক মানের বাস স্ট্যান্ড অবশেষে উদ্বোধন হতে চলেছে আগামী ২ ফেব্রুয়ারি। যার উদ্বোধন করবেন ভার্চুয়ালি ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জ এর সাধারণ মানুষের বক্তব্য অবশেষে জট খুলতে চলছে তাদের দীর্ঘদিনের চাহিদা আধুনিক মানের বাসস্ট্যান্ডের।এটা সত্যি খুবই আনন্দের খবর।কালিয়াগঞ্জে এরকম একটি আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরি করার ক্ষেত্রে যার প্রশংসা না করলেই নয় তিনি পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল। যার আদম্য লড়াই ও ইচ্ছাশক্তি কালিয়াগঞ্জ শহরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে যার প্রমাণ আধুনিক মানের একটি বাস স্ট্যান্ড তৈরি তার আমলেই। ফলে এই বাসস্ট্যান্ডের পুরো কৃতিত্বটাই তার পাবার যোগ্য।   স্থানীয় নাগরিকরা তাই প্রাক্তন পৌরপতি কে অভিনন্দন জানান।এদিকে বাস স্ট্যান্ডের উদ্বোধন কে ঘিরে যখন জটিলতা শুরু হয়েছিল ঠিক সেই সময় বাস স্ট্যান্ডের সামনে কালিয়াগঞ্জ এর বিজেপির পক্ষ থেকে একটি অবস্থান-বিক্ষোভ করা হয় সম্প্রতি। সেখানেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল  অবিলম্বে জনস্বার্থে বাস স্ট্যান্ড দ্বার খুলে দিতে হবে। যেখানে  সেই অবস্থান-বিক্ষোভ এও জনস্বার্থে বাস স্ট্যান্ড কে কেন্দ্র করে রাজনীতি না করে অবিলম্বে বাস স্ট্যান্ড খোলার ব্যাপারে জোরালো সওয়াল করেছিলেন সদ্য বিজেপি দলে যোগ দেওয়া কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল ও।এখানে উল্লেখ করা যেতে পারে যে কালিয়াগঞ্জে যেটা আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরি হয়েছে সেটা রাজ্যের একমাত্র বাস স্ট্যান্ড যেখানে মাতৃস্নেহ ঘর যেমন রয়েছে তেমনি প্রার্থনা করার জন্য একটি আলাদা ঘর রয়েছে। যা সম্ভবত রাজ্যে একমাত্র। জানা যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ডঃ তাপস পাল  প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল  এর কাছে মাতৃস্নেহ ঘর  তৈরির  প্রস্তাব দিলে সেই প্রস্তাব  মেনে তৎকালীন পৌরপতি কার্তিক চন্দ্র পাল এই বাসস্ট্যান্ডেই স্নেহ ঘরপ্রার্থনা করার জন্য একটি ঘর তৈরি করে দিয়েছিলেন।যা আজ এক নয়া নজীর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *