অপহরণকারী নাবালিকাকে উদ্ধারের দাবিতে কালিয়াগঞ্জ থানায় গ্রামবাসীদের বিক্ষোভ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর শঙ্কর পুর গ্রামের দশম শ্রেণীর ছাত্রী গত ২১ শে ডিসেম্বর টিউশনি পড়তে গিয়ে বাড়িতে আর ফিরে আসেনি।পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে কালিয়াগঞ্জ থানায় একটি ডাইরি করে।কিন্তূ কালিয়াগঞ্জ থানায় কয়েকবার অপহরণ হয়ে যাওয়া মেয়ের উদ্ধারের ব্যাপারে মেয়ের বাবা ফাগু বর্মন থানা কর্তৃপক্ষ মেয়ের উদ্ধারের ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে কালিয়াগঞ্জ থানার বিরুদ্ধে অভিযোগ করেন।বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ উত্তর শঙ্কর পুরের গ্রাম বাসীরা কালিয়াগঞ্জ থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে দাবি জানান তাদের মেয়েকে অবিলম্বে থানা কর্তৃপক্ষকে উদ্ধার করতে হবে।

উত্তর শংকর পুরের গ্রামবাসী জয়ন্ত বর্মন ক্ষুব্ধ হয়ে কালিয়াগঞ্জ থানার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন তাদের গ্রামের নাবালিকা আরর্তি বর্মনের অপহরনকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে তারা কালিয়াগঞ্জ থানায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ করবে বলে জানান।তিনি বলেন যেহেতু আরতি বর্মনের পরিবার দরিদ্র তাই তার উদ্ধারের ব্যাপারে কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়।অবিলম্বে তাদের মেয়েকে খুঁজে বের করে অপহরণ কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না করতে পারলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে জানান।

পরে কালিয়াগঞ্জ থানার নুতন আই সি দিপাঞ্জন দাসের কাছে একটি স্মারক লিপি দিয়ে বলেন আগামী ৭দিনের মধ্যে যদি তাদের মেয়েকে কালিয়াগঞ্জ থানা কর্তৃপক্ষ উদ্ধার করে না আনতে পারেন তাহলে আগামী সপ্তাহে কয়েক হাজার গ্রাম বাসীদের দ্বারা কালিয়াগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভ ও ঘেরাও করার কর্মসূচি গ্রহণ করা হবে।কালিয়াগঞ্জ থানার আই সি দিপাঞ্জন দাস বলেন তিনি দিন কয়েক হয় এই থানায় যোগ দিয়েছেন।তবে অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যাপারটি দেখবেন বলে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিলে গ্রামবাসীরা গ্রামে ফিরে যান।প্রকাশ,গত ২১শে ডিসেম্বর কালিয়াগঞ্জ ব্লকের উত্তর শঙ্করপুরের দশম শ্রেণীর ছাত্রী আরতী বর্মন বাড়ি থেকে ডালিমগাও টিউশনি পড়তে গিয়ে বাড়িতে ফিরে আসেনি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *