কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতি কর্তৃক সম্বর্ধিত হলেন কালিয়াগঞ্জ থানার নুতন আই সি দিপাঞ্জন দাস-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮জানুয়ারি: বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ থানার নুতন আই সি দিপাঞ্জন দাশকে সম্বর্ধনা দেওয়া হয়।সম্বর্ধনায় দেওয়া হয় একটি মানপত্র ও ফুলের স্তবক দিয়ে।নুতন আই সি কে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দেন কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির সভাপতি কানাই শেঠ এবং মানপত্র তুলে দেন সংস্থার সম্পাদক সন্দীপ ধর।
সমবর্ধনার উত্তরে নুতন আই সি দীপাঞ্জন দাস বলেন আপনারা আমাকে সম্বর্ধনা দেওয়ায় আমি গর্ববোধ করছি।তিনি বলেন কালিয়াগঞ্জ শহরকে সব দিক দিয়ে সুন্দর রাখতে আপনাদের সহযোগিতা আমি আশা করছি।আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার দৃঢ় বিশ্বাস।
ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির সভাপতি কানাই শেঠ নুতন আই সি কে বলেন আমরা আশা করবো আপনার নিরপেক্ষ প্রশাসনিক দৃষ্টিতে কালিয়াগঞ্জের সাধারণ নাগরিকগন উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য উৎপল সেন,নরেন্দ্র নাথ দাস,অরুণাভ সেন সহ অনেকেই।