আগামী দোসরা ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আলিপুরদুয়ার জেলায় আসছেন
আগামী দোসরা ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আলিপুরদুয়ার জেলায় আসছেন ঐ দিনই তিনি ফালাকাটার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। তার পরদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার, এবং জলপাইগুড়ি এই তিন জেলাকে নিয়ে কর্মীসভায় অংশগ্রহণ করবেন। গত সোমবার মমতা বন্দোপাধ্যায়ের এই সভা নিয়ে দলের রাজ্য নেতৃত্বের থেকে নির্দেশ এসে পৌঁছেছে জেলাগুলিতে।
মমতা বন্দোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে জেলায় তিন জেলার আদিবাসী পাত্রপাত্রীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দোপাধ্যায় ফালাকাটায় ।সোমবার ফালাকাটার অনুষ্ঠানের ময়দান পরিদর্শন করেন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার পুলিশ কর্তারা।ওই দিন যাঁদের বিয়ে সম্পন্ন হবে সেই মেয়েরা সকলেই যাতে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের ২৫,হাজার টাকা পান সেই দাবি জানিয়েছিলেন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কর্মীসভা এবং ফালাকাটার গণবিবাহ নিয়ে সাজো,সাজোরব আলিপুরদুয়ারে।