দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আজ থেকে চালু হলো ই সি জি
1 min read
তণ্ময় চক্রবত্তী ঃ– দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আজ থেকে চালু হলো ই সি জি। মেডিকেল টেকনোলজিস্ট ই সি জি সন্দীপ কুমার পাল আজ কালিয়াগঞ্জ স্টেট জেলারেল হাসপাতালে আজ মোট আট জন রোগীর ই সি জি করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে বহুদিন পর কালিয়াগঞ্জ হাসপাতালে এই ইসিজি চালু হওয়ায় খুশি কালিয়াগঞ্জের মানুষ।জানা যায় কালিয়াগঞ্জ হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মান বাড়ানোর জন্য যথেষ্ট তৎপর ছিলেন কালিয়াগঞ্জ হাসপাতালের রোগিকল্যান সমিতির চেয়ারম্যান তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরোপতি কাতিক চন্দ্র পাল যেমন তেমন ই আন্তরিকতার সাথে এগিয়ে আসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ কুমার মৃধা ।অবশেষে এই ইসিজি পরীক্ষা আজ কালিয়াগঞ্জ হাপাতালে চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস পড়ল কালিয়াগঞ্জ বাসীর কাছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});