December 22, 2024

তপন দীঘি ঘিরে প্রজেক্ট নিচ্ছে মৎস্য দপ্তর ।প্রশ্ন হচ্ছে কবে?

1 min read
তুহিন শুভ্র মন্ডল দক্ষিন দিনাজপুরের  :-  এতিহ্যমন্ডিত তপন দীঘি।এখানেই নাকি ঐতিহ্যশালী বানগড়ের রাজা তর্পণ করতেন।সেখান থেকেই এই দীঘির নাম তপন দীঘি।দক্ষিন দিনাজপুরের বড়ো জলাশয়গুলির মধ্যে অন্যতম এই তপন দীঘি।একটি দীঘি বাস্তুতন্ত্রের আকর।কত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির অস্তিত্ব এই দীঘির সাথে সম্পর্কিত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

খাদ্যশৃঙ্খল নির্ভর করছে এই দীঘির উপর।আরও একধাপ এগিয়ে জেলার পর্যটন ও আর্থিক বিকাশে এই দীঘির সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে।কিন্ত বাস্তব এটাই যে তপন দীঘির অবস্থা এখন সঙ্গীন ।যেভাবে মজে গিয়েছে তাতে তাকে আর কোনভাবেই দীঘি বলা যায় না।সম্প্রতি এই দীঘিকে ঘিরে সোস্যাল মিডিয়াতে জোর চর্চা চলছে এখন এই ঐতিহ্যবাহী তপন দীঘিকে নিয়ে।তাতে নিজেদের হতাশা ও প্রশাসনের প্রতি আবেদন ব্যক্ত করেছেন তনুশ্রী প্রামাণিক, অমল বসু,দুলাল রায়,সোমনাথ দাস অধিকারী প্রমুখরা।দীঘির ছবি আর ভয়ংকর  পরিস্থিতির দ্রুত সমাধানের দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।প্রশাসন সূত্রে খবর মৎস্য দপ্তর প্রজেক্ট নিচ্ছে তপন দীঘিকে নিয়ে।প্রশ্ন হচ্ছে কবে?এই প্রশ্নে একটু পিছনের দিকে যাওয়া যাক।কিছুদিন আগেই একে দেখে হতাশ হয়েছেন পর্যটন মন্ত্রী।অথচ তপনের বিধায়ক ও উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর এটা স্বপ্নের প্রকল্প ।স্থানীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তপন দীঘিকে ঘিরে নানান পরিকল্পনার ভাবনা নেওয়া হয়েছে পর্যটনের সম্ভাবনাকে মাথায় রাখে।কিন্ত তপন দীঘির বেহাল হাল ফেরেনি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 অথচ এই দীঘি একটা সম্পদ।মৎস্যজীবীরা এর উপর জীবিকাগত ভাবে নির্ভরশীল ।তাদের কি হবে?এই দীঘির পাড়ে কটেজ,নৌকাবিহার,রাত্রিযাপন,একে ঘিরে কর্মসংস্হান কতকিছুই হতে পারে।শেষ খবর পাওয়া পর্যন্ত মৎস্য দপ্তর প্রজেক্ট নিচ্ছে।দরপত্র আহ্বান করেছে।কিন্ত শেষ পর্যন্ত কাজ কবে শুরু হবে?এর পুনরুদ্ধার ঘিরে একটা বড়ো পরিকল্পনা নিতেই হবে এবং তাকে যে কোন মূল্যেই কার্যকর করতে হবে।তপন দীঘি সম্পদ ও জেলার সম্ভাবনা।একে হত্যা করা হচ্ছে।এর থেকে মুক্তি কবে পাবে তপন দীঘি -এটাই এখন জেলাবাসীর মনের প্রশ্ন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *