বিশ্ব রেডিও দিবস পালন:-
1 min read
কৌশিক ঘোষ,পানিহাটি: ১৩ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস মহাসমারোহে পালিত হল উওরচব্বিশ পরগনার পানিহাটির ত্রাণনাথ হাইস্কুলে,সোদপুরের একটি আশ্রমে ও হুগলীর চূচূড়ায় ডাফ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিমবঙ্গ রেডিও ক্লাব (হ্যামরেডিও) এর উদ্যোগে ই এই বিশ্ব রেডিও দিবস পালন করা হল। সংগঠনের কর্মকর্তা অম্বরিশ নাগ বিশ্বাস,স্কুলের প্রধান শিক্ষকরা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বর্তমান সমাজে রেডিওর উপযোগিতা ছাত্রছাত্রীদের হাতেকলমে বোঝান হয়।
পাশাপাশি বিপর্যয়ের সময় সমস্ত যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়ে গেলে হ্যামরেডিওর মাধ্যমে কিভাবে দূরতম স্থানের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায় তাও হ্যামরেডিওর সদস্যরা হাতে কলমে ছাত্রছাত্রীদের বোঝান। পাশাপাশি একটি রেডিও চ্যানেলে বিদ্যালয় থেকে সরাসরি ছাত্রছাত্রীদের কথা রেডিওর মাধ্যমে সম্প্রচারের ব্যপস্থা করা হয়।বর্তমান যুগে হারিয়ে যাওয়া রেডিওর প্রতি বর্তমান প্রজন্ম কে সচেতন করতেই তাদের এই উদ্যোগ।পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে রেডিও সেট ও বিতরণ করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});