কালিয়াগঞ্জে মানবিক মুখের জ্বলন্ত দৃষ্টান্ত ,সেরু বেঁচে গেল এই যাত্রায়
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--বুধবার কালিয়াগঞ্জ শহরের বয়রা মন্দিরের পাশের বাড়ি জ্যোতি ভদ্রের বাড়িতে তাদের পোষা কুকুর সেরু এই যাত্রায় অবধারিত মৃত্যুর হাত থেকে কোন রকমে বেঁচে গেল শুধু মাত্র মানবিকতার কারনে।খবর নিয়ে জানা যায় সেরু কোন এক সময় সবার চোখকে ফাঁকি দিয়ে বাড়ির তিনতলার ছাদে পৌঁছে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হটাৎ করেই তিনতলা থেকে পড়ে যাবার সময় বিল্ডিং এর কার্নিশে কোনভাবে আটকে পড়ে চিৎকার শুরু করে।সেরুর চিৎকার শুনে সবাই নড়েচড়ে বসে,এলাকায় হইচই পরে যায় কিভাবে সেরুকে রক্ষা করা যায়।ঘটনার সময় সেই দিক দিয়ে বিদ্যুৎ দপ্তরের গাড়ি নিয়ে যাচ্ছিল যাতে ছিল বড় আকারের মই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গাড়ি থেকে মই নামিয়ে তড়িঘড়ি মই লাগিয়ে সেরুকে রক্ষা করার কাজে নেমে পড়ে সবাই।এর পর কার্নিশে থাকা সেরুকে সেখান থেকে পুনরায় তিনতলায় উঠিয়ে দিলে সেরুর প্রাণ এই যাত্রায় বেঁচে যায়।সবাই হাফ ছেড়ে বাঁচে।আর এই এত বড় কাণ্ডের পেছনে যেটি সব থেকে বেশি কাজ করেছে সেটি হল মানবিক মুখ।আর তাতেই সবার স্বস্তি।বাড়ির তিন ভাই জ্যোতি বিকাশ ভদ্র বিদ্যুৎ বিকাশ ভদ্র এবং টেকো ভদ্র বলেন সবার সহযোগিতা না পেলে সেরুকে বাঁচানো সম্ভব হতো না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});