December 22, 2024

কাশ্মীরের পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলায় মৃত শহিদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল করে আগামিকাল শ্রদ্ধা জানাতে উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাথে কালিয়াগঞ্জ প্রেসক্লাব

1 min read

   
উত্তর দিনাজপুর প্রেসক্লাব কাশ্মীরের পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলায় মৃত
শহিদের শ্রদ্ধা জানাতে জেলা জুড়ে কর্মসূচি গ্রহন করার সিদ্ধান্ত নিলো । উত্তর
দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র জানালেন
, কাশ্মীরের অবন্তীপুরায় মৃত শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য
আগামীকাল বিকেল ৫:৪৫ নাগাদ রায়গঞ্জের দেহশ্রী মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে
একটি মোমবাতি মিছিল রায়গঞ্জ শহরের পথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির
পাদদেশে এসে শেষ হবে৷

 তিনি আরো জানান, জেলা
প্রেস ক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহন করা হলেও এই মিছিলে সমাজের সর্বস্তরের
মানুষকে অংশ নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। পাশাপাশি কালিয়াগঞ্জ প্রেসক্লাব ও
ইসলামপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও শুক্রবার একই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানা
গিয়েছে।
অপরদিকে  কালিয়াগঞ্জ প্রেসক্লাবের  সম্পাদক চন্দন কর্মকার জানান আগামীকাল সন্ধ্যা
সাড়ে ছয়টায় কালিয়াগঞ্জ প্রেসক্লাবে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের আত্মার
শান্তি কামনা করা হবে এতে সকল কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের অংশগ্রহণ করার
জন্য তিনি আবেদন জানান।  তিনি বলেন
*কাশ্মীরের
পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে  জঙ্গি হামলায় ৪০
জন শহিদ হয়েছে।
 এই ঘটনার তীব্র ধিক্কার কালিয়াগঞ্জে
প্রেসক্লাবের পক্ষ থেকে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *