December 22, 2024

তৃণমূলের দালাল কালিয়াগঞ্জ থানার আইসি , অভিযোগ বিজেপির

1 min read

 তন্ময় 
চক্রবত্তী ;
আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায় বিজেপির পখ্য থেকে আজ একটি বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভে বিজেপির পখ্য থেকে অভিযোগ করা হয় যে বর্তমানে কালিয়াগঞ্জ থানা শাসকদলের নিদেশে কাজ করছে , এখানে কালিয়াগঞ্জ থানার আই সি তৃনমূলের দালালে পরিণত হয়েছেশাসকদলের মদতে তারা বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছেবিজেপি কর্মীদের  তৃণমূলে যোগ দেওয়ার জন্য বলা হছে না হলে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেয়া হবে


এই ভাবে চলতে থাকলে আগামী দিনে বিজেপি বৃহৎ আকারে আন্দোলনে নামবে বলে এক সাক্ষাৎকারে একথা বলেন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য গৌরাঙ্গ দাস তিনি বলেন কালিয়াগঞ্জ থানা দীর্ঘদিন ধরে তৃণমূলের নির্দেশে কাজ করছে গণতান্ত্রিক দেশে এই ধরনের শাসন ব্যবস্থা কোনোভাবেই কাম্য নয় । 


 গোরাঙ্গ বাবু আরো বলেন সম্প্রতি কালিয়াগঞ্জ থানা  আই সি কালিয়াগঞ্জ এর বিভিন্ন জায়গায় যে সমস্ত বিজেপির প্রধান  ও উপপ্রধান আছে তাদের  মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছে এর বিরুদ্ধে বিজেপিএদিন  বিক্ষোভ  দেখায় । কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় বলেন , কালিয়াগঞ্জ থানা বিরুদ্ধে যে অভিযোগ বিজেপি করছে তা ভিত্তিহীন


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 কারণ আইনের চোখে সবাই সমান এখানে কোন দলের নির্দেশে কাজ হয় না আইনের মোতাবেক যে ধরনের প্রক্রিয়া হওয়া দরকার সেটাই কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে নেওয়া হয়েছে বা হচ্ছে এখানে কে কোন দলের সেটা দেখা হয়না দেখা হয় সেই ব্যক্তি কোন আইন লংঘন করেছেন কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে সেটা তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা শুধুমাত্র করে কালিয়াগঞ্জ থানাএদিন বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিত অমিত সাহা সহ গ্রাম গঞ্জের থেকে আসা বহু বিজেপি
কর্মীরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *