ধুপগুড়িতে নতুন প্রেক্ষাগৃহের শিল্যান্যাস
1 min read
আশীষ ভট্টাচার্য্য–ধুপগুড়ি–উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে জলপাইগুড়ী জেলার ধূপগুড়ী তে ২নং ব্রিজের ঢাং ঢিং মন্দিরের সামনের দিকে নতুন প্রেক্ষাগৃহ নির্মানের শুভ শিলান্যাস ও ভূমী পূজা করেন উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ নাথ ঘোষ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ী জেলা সংসদ বীজয় বর্মন -উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ নাথ ঘোষ -ধূপগুড়ী পৌর সভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং -জেলা পরিষদের নুর জাহান বেগম প্রমুখ।
অত্যাধুনিক এই অডিটোরিয়াম প্রেক্ষাগৃহের মাপ ৯০৮০স্কয়ার ফুট -বসবার সিট থাকবে ৫৩৫টা -গ্রীন রুম -ভি আই পি রুম -অফিস থাকছে দুটি করে। মহিলা দের ২টা ওপুরুষদের জন্য২টা করে টয়েলেট থাকছে। প্রেক্ষাগৃহের ভিতরে থাকছে অতি আধুনিক আলো ও শব্দের ব্যবহার।
এই প্রকল্পে মোট খরচ হবে ৬-৫৭৭৬-৮৪৩ টাকা। এক বছরের মধ্যে কাজ শেষ করতে হবে বলে জানালেন মাননীয় মন্ত্রী।