কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সপ্তম দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসন্মতিক্রমে সভাপতি সাজন শর্মা ও সম্পাদক সূচন্দন কর্মকার
1 min read
তপন চক্রবর্তী—উত্তর দিনাজপুর—রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সপ্তম দ্বিবার্ষিক সম্মেলন থেকে আগামী দুই বছরের জন্য নুতন কার্যকরী কমিটি গঠন করা হয়।সম্মেলন থেকে সর্বসম্মতি ক্রমে উপদেষ্টা নির্বাচিত হন তপন চক্রবর্তী ও
রাধিকারঞ্জন দেবভূতি।
রাধিকারঞ্জন দেবভূতি।
সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে সজ্জন শর্মা ও সূচন্দন কর্মকার।সহ–সভাপতি পদে নির্বাচিত হন রাজ ঠাকুর, সহ–সম্পাদক পদে অনুপ জয়সোয়াল ও
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন রমেশ সাহা।কার্যকরি সদস্যরা হলেন পিয়া গুপ্তা, বিকাশ সাহা,অমিত দে।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন রমেশ সাহা।কার্যকরি সদস্যরা হলেন পিয়া গুপ্তা, বিকাশ সাহা,অমিত দে।
সন্মেলনের প্রথম পর্বে স্বাগত ভাষণ দেন বিদায়ী সম্পাদক সূচন্দন কর্মকার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র ও সহ–সম্পাদক ভবনন্দ সিংহ।উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য বিনোদ রুঙটা ও জেলা প্রেস ক্লাবের সহ সম্পাদক তন্ময় চক্রবর্তী।সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সঞ্জীব ঝাঁ।
সম্মেলন থেকে তপন চক্রবর্তীকে আহ্বায়ক করে তিন জনের একটি সংস্কৃতিক কমিটি গঠন করা হয়।সম্মেলনে বেশ কয়েজন সাংবাদিক গঠন মূলক প্রস্তাবের সাথে আলোচনায় অংশ গ্রহন করেন যথাক্রমে বিনোদ রুঙ্গটা,তন্ময় চক্রবর্তী, রাধিকা রঞ্জন দেবভূতি সঞ্জীব ঝাঁ,তপন চক্রবর্তী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রত্যেকের বক্তব্যের মধ্যে থেকে একটায় সুর বেরিয়ে আসে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়ন,সামাজিক কাজকর্ম ও
সাংষ্কৃতিক চেতনা বৃদ্ধিকরে প্রেস ক্লাবের মান যেন আরো বৃদ্ধি করা যায় তার প্ৰতি সবার নজর রাখতে হবে।
সাংষ্কৃতিক চেতনা বৃদ্ধিকরে প্রেস ক্লাবের মান যেন আরো বৃদ্ধি করা যায় তার প্ৰতি সবার নজর রাখতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র বলেন সামনের দিন অত্যন্ত ভয়াবহ, তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরী।সেই কারণেই সংগঠনকে আরো মজবুত করতে হবে ।আমরা জেলা প্রেস ক্লাব সবসময় আমাদের শাখা প্রেস ক্লাব গুলি আরো শক্তিশালী হোক তার আবেদন জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});