রায়গঞ্জ বিশ্ব বিদ্যালযে অন লাইনে উচ্চ শিক্ষার উদ্দ্যোগ গ্রহণ,প্রশিক্ষন দিয়ে আনা হল তিন অধ্যাপককে
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-দেশের বিশ্ব বিদ্যালয় মঞ্জুরী কমিশন উচ্চ শিক্ষার প্রসারে অন লাইনের মাধ্যমে পড়াশোনার সুযোগকে তাদের সুবিধামত কাজে লাগাতে পারে তার জন ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি করে। দেশের সমস্ত বিশ্ব বিদ্যালয়ে সেই নির্দেশিকা পাঠিয়ে দেয়।যাতে ঘরে বসে উচ্চ শিক্ষার সুযোগ নিতে পারে দেশের ছাত্র ছাত্রীরা।
সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয় সেই বিজ্ঞপ্তিকে সন্মান জানিয়ে অন লাইনে যাতে এই বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ব্যাপক উদ্দোগ গ্রহণ করে।শুধু তাই নয় খুব শীঘ্রই যাতে এই বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা এই সুযোগ নিতে পারে তার জন্য রায়গঞ্জ বিশ্ব বিদ্যালযের তিন অধ্যাপককে বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয় থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসার ব্যবস্থা ইতিমধ্যেই করে ফেলেছে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ বলে জানা যায়।যে তিন জন অধ্যাপক এই বিশেষ প্রশিক্ষণ অন লাইন (মুক)নিযে এসেছেন তারা হলেন ভূগোল বিভাগের ডঃ তাপস পাল,রসায়ন বিভাগের দুই অধ্যাপক অভিক চ্যাটার্জি ও বিদ্যুৎ সাতরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পাল বলেন ১২৫ কো টির ভারত বর্ষের মানুষের বাড়ি বাড়ি শিক্ষা পৌঁছে দেবার একমাত্র সহজ উপায় (মুক বা অন্ লাইন) মাধ্যম।তিনি আরো বলেন শ্রেণী শিক্ষক ও ওয়েভ শিক্ষকের যৌথ উদ্যোগে হিউম্যান রিসোর্স ডেভলপমেন্টের কাজ আমাদের ত্বরান্বিত করতে হবে।আর সে ব্যাপারে আমরা রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয় অনেকটা এগিয়ে গেছি।
রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন দেশের সব বিশ্ব বিদ্যালয়কেই মুক চালু করতে ই হবে।কেও আগে অথবা কেও পরে চালু করবে।আমরা আমাদের বিশ্ব বিদ্যালয়ে আই টি সেক্টর উন্নত করবার জন্য দ্রুত চেষ্টা করছি।খুব অল্প সময়ের মধ্যে ই টেন্ডার ডাকার কাজ সম্পন্ন হয়ে যাবে বলে তিনি জানান।আমাদের রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়েরে ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার কথা মনে রেখে আগামী ৬/৭মাসের মধ্যে মুক শিক্ষা চালু করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});